কর্মপ্রার্থীদের ধৈর্য্য ধরতে হবে। প্রেম-প্রণয়ে আগ্রহ বাড়বে। নিকটস্থানীয় কারও প্রতি আকর্ষণ বাড়বে। পুরোনো কোনও বন্ধুর ... বিশদ
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের লাক্সারি শোরুম ডিসিগনিয়াতে সম্প্রতি ওয়েডিং এডিট স্প্রিং সামার ২০২০ শীর্ষক এক ফ্যাশন শো হয়ে গেল। মূলত, বিয়েতে ককটেল, মেহেন্দি, সঙ্গীত এবং বিয়ের মূল অনুষ্ঠানের কথা মাথায় রেখে এই শো হয়েছিল। সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর শুভঙ্কর সেন বললেন, ‘এখন বিয়ে ব্যাপারটা অনেক বেশি প্রশস্ত। কারণ আজকাল বিয়েকে কেন্দ্র করে চার-পাঁচটা দিন অনেক অনুষ্ঠান হয়। শুধু কনের সাজ নয়, বিয়ে বাড়িতে অন্যান্য মহিলা কী ধরনের জামাকাপড়, গয়না পরতে পারেন সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। আসন্ন গরমকে মাথায় রেখে বেশকিছু নতুন গয়নার কালেকশন লঞ্চ করেছি যা এখানে দেখানো হয়েছে।’ সংস্থার হেড অ্যান্ড ডিজাইন কনসেপ্ট জয়িতা সেন জানালেন, ‘লাক্সারি শোরুম মানেই যে দাম খুব আকাশছোঁয়া তা কিন্তু একেবারেই নয়। এখানে এক্সক্লুসিভ ডিজাইন মিলবে। প্রতিটি গয়নার ডিজাইন আমার নিজস্ব। ট্রাডিশনাল ও কনটেম্পোরারি দু’ধরনের গয়নার ডিজাইন এখানে আছে। সোনা, হীরে, কুন্দন, পোলকি, রুপো এমনকী আমাদের গসিপ কালেকশনের ডিজাইনও চোখে
পড়ার মতো। যেখানে রুপো ছাড়াও আরও অন্যান্য মেটিরিয়াল ব্যবহার করে ডিজাইনার কালেকশন এনেছি। আমাদের গয়নার ইউএসপি হল— দেখতে ভারী হলেও দামের দিক দিয়ে সাধ্যের মধ্যে।’ এদিনের মডেলদের পোশাকের দায়িত্বে
ছিল পালকি।
ককটেল সিকোয়েন্স দিয়ে শো-র প্রথম রাউন্ড শুরু হয়। এই রাউন্ডে স্লিক নেকপিস, ইয়ার রিং, হাতের ডায়মন্ডের গয়না মডেলদের হাতে শোভা পায়। যার সঙ্গে ছিল পালকির ককটেল শাড়ি। এমনকী বেনারসিকে কীভাবে ককটেল শাড়িতে রূপান্তরিত করা হয়েছে তার ঝলক চোখে পড়ে। ফ্যাব্রিক বেশিরভাগ ছিল শাটিন জর্জেট, অর্গ্যান্ডি ইত্যাদি।
মেহেন্দি রাউন্ডে কুন্দন ও মিনাকারি গয়নার সঙ্গে ছিল শাড়ি, লেহেঙ্গা। সঙ্গীতে ছিল পোলকির গয়নার সঙ্গে
পাটোলা শাড়ি লেহেঙ্গা। সবশেষে ব্রাইডাল কালেকশনে শাড়ি, লেহেঙ্গার সঙ্গে ছিল অ্যান্টিক সোনার গয়না। পোশাকের কালার প্যালেট ছিল রেড। শোস্টপার ছিলেন ঋদ্ধিমা চক্রবর্তী ও গৌরব চক্রবর্তী। ঋদ্ধিমাকে লাল লেহেঙ্গায় দেখা যায়।