ভারত সহ আশপাশের দেশে বন্যার্তদের জন্য ১ লক্ষ ইউরো অর্থ সাহায্য করেছে জলবায়ু পরিবর্তনকর্মী, সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ। ২০ জুলাই গ্রেটা ‘প্রাইজ ফর হিউম্যানিটি’ পুরস্কারে ভূষিত হয়। এই পুরস্কারের অর্থমূল্য এক মিলিয়ন বা ১০ লক্ষ ইউরো। এই অর্থ পুরোটাই গ্রেটা থুনবার্গ ফাউন্ডেশন জলবায়ু সঙ্কট মোকাবিলায় ব্যয় করবে বলে জানা গিয়েছে। এরই অংশ হিসেবে ভারত সহ উপমহাদেশের অন্যান্য বন্যা কবলিত দেশের জন্য এই সাহায্য ঘোষণা। অর্থসহায়তার ঘোষণা করতে গিয়ে গ্রেটা বলেছে, জলবায়ু সমস্যা খুবই জরুরি একটি বিষয়। বিশেষ করে গ্লোবাল সাউথে বসবাসকারী মানুষ ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের বিধ্বংসী প্রভাবে ক্ষতিগ্রস্ত। গ্রেটা আরও জানায়, ‘দক্ষিণ এশিয়ায় সাম্প্রতিক বন্যায় লক্ষ লক্ষ মানুষ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত। কোভিড-১৯ মহামারী ও সাইক্লোন উমপুনে যখন তাঁরা বিপর্যস্ত, তখনই যুক্ত হয়েছে এই দুর্ভোগ। বিশ্ব সংবাদমাধ্যমের বেশিরভাগই এই বন্যাকে উপেক্ষা করে চললেও দুর্গত এই মানুষজনকে সাহায্য করতে আমাদের সম্ভাব্য সব কিছুই করতে হবে। আমি সৌভাগ্যবান যে তাদের সাহায্য করার জন্য নিজের পুরস্কারের অর্থ এই প্রতিষ্ঠানগুলোকে দিতে পারছি। এই প্রতিষ্ঠানগুলো দ্রুত ক্ষতিগ্রস্তদের সহায়তা পৌঁছে দিতে পারে।’
পুরস্কার প্রসঙ্গে এক কর্মকর্তা বলেন, ‘এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তহবিলের খুবই প্রয়োজন। দেশ যখন সাইক্লোন উমপুনের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে এবং যখন কোভিড-১৯ মহামারীর কারণে লক্ষ লক্ষ মানুষের উপার্জন ও খাদ্যনিরাপত্তা ঝুঁকির মুখে, তখন এই অস্বাভাবিক দীর্ঘ বন্যা তাদের নতুন করে বিপদের মুখে ঠেলে দিয়েছে। এই তহবিলের মাধ্যমে আমরা ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে পারব।’ চলমান বন্যায় এখনও পর্যন্ত মোট ৮০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। মৌসুমি বন্যায় এদেশে এ পর্যন্ত ১১৩ জন মারা গিয়েছেন এবং প্রায় ৬৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত।