উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্তে শত্রুদমন ও কর্মে সাফল্য। ব্যবসায় গোলযোগ। প্রিয়জনের শরীর-স্বাস্থ্যে অবনতি। উচ্চশিক্ষায় ... বিশদ
তালিকাটা বিশ্বের প্রথম ১০০ প্রভাবশালী মহিলার। সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিশ্বজুড়ে একটি সমীক্ষা চালিয়ে প্রভাবশালী ১০০ জন মহিলার নাম তালিকাভুক্ত করেছে। সেই তালিকাতেই এবার ঠাঁই পেয়েছেন কৃষ্ণাকুমারী কোহলি। তার বাড়ি পাকিস্তানের সিন্ধু প্রদেশের প্রত্যন্ত একটি গ্রামে। চল্লিশ বছরের কৃষ্ণাকুমারী কোহলি প্রথম দলিত হিন্দু মহিলা যিনি পাক সেনেটে জায়গা করে নিয়েছেন। যদিও এর আগে একজন হিন্দু মহিলা পাক সেনেটর নির্বাচিত হয়েছিলেন, তবে তিনি দলিত ছিলেন না। তালিকায় স্থান পাওয়ার কারণটা লুকিয়ে রয়েছে কৃষ্ণার জীবন সংগ্রামে। শৈশবের তিন বছর জোরজবরদস্তি, বন্ডেড লেবার বা বাঁধা শ্রমিক হিসেবে কাটাতে হয়েছিল কৃষ্ণাকে। সে সময়টা ছিল নিজের সঙ্গে লড়াই। আর বাঁধা শ্রমিক হিসেবে মুক্তি পাওয়ার পর থেকেই তাঁর লড়াই শুরু হয় অন্যদের জন্য।
তাঁর মতো যারা বাঁধা শ্রমিকের কাজ করেন তাঁদের জন্য, মহিলাদের অধিকার রক্ষার জন্য। সেই লড়াইয়ের জোরেই কৃষ্ণা চলতি বছরের (২০১৮) মার্চে পাকিস্তান পার্লামেন্টের আপার হাউসের পাকিস্তান পিপলস পার্টির সেনেটর নির্বাচিত হন। আর এ লড়াই তাঁকে যে জনপ্রিয়তা এবং পাকিস্তানের জনগণের সমর্থন জুগিয়েছে সেটাই তাঁকে বিশ্বের প্রথম ১০০ জন প্রভাবশালী মহিলা করে তুলেছে।
এ তালিকায় বিল ক্লিনটনের মেয়ে চেলসি ক্লিনটনও রয়েছেন। সিরিয়ার শরণার্থী শিশুদের জন্য ক্লিনটন ফাউন্ডেশন গড়ে তুলেছেন তিনি। ওই তালিকায় ৩৩ নম্বরে রয়েছেন সুন্দরবনের বাসিন্দা মীনা গায়েন এবং ৭৩ নম্বরে রয়েছেন কেরলের বাসিন্দা ভিজি পেনকোট্টু।
মীনা গায়েন দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের মানুষদের জন্য কাজ করছেন। আর ভিজি কেরলের মহিলাদের অধিকার রক্ষার জন্য লড়ছেন। তালিকায় সবচেয়ে প্রভাবশালী নাইজেরিয়ার আবিসোয়ে আজায়ি আকিনফোলারিন। দ্বিতীয় বাহারাইনের এসরা আল শাফে, তৃতীয় হলেন রাশিয়ার সোয়েতলানা আকিলসেভা। কৃষ্ণাকুমারী রয়েছেন ৪৮ নম্বরে এবং চেলসি ক্লিনটন কুড়ি নম্বরে।