সম্পত্তিজনিত বিষয়ে অশান্তি বৃদ্ধির আশঙ্কা। আত্মীয়-পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি। শেয়ার, ফাটকা, লটারিতে অর্থাগম, কর্মক্ষেত্রে গোলযোগের ... বিশদ
আহা আজি এ বসন্তে...
সন্ধেবেলা দক্ষিণের হাওয়ায় মন যখন উথাল-পাথাল তখন সাজেও চাই তার ছোঁয়া। তাই একটু ক্যাজুয়াল লুকে ধরা দিলেন অজ্ঞনা। বেগুনি ঘেঁষা ম্যাজেন্টা রঙের সিল্ক ফিনিশড সফট কটনে অ্যাপ্লিক এমব্রয়ডারি ও মিরর ওয়ার্কের কারুকাজ শাড়িটিতে অন্য মাত্রা যোগ করেছে। শাড়িটি ‘অঞ্জন’স ক্রিয়েশন’ থেকে নেওয়া। ডিজাইনার সোমা দত্ত ও অজ্ঞন দত্ত জানালেন এবারের বসন্ত সম্ভারে এই ধরনের কারুকাজ করা সফট কটন ছাড়াও রয়েছে জুট ও ঘিচা কাজ করা খাদি কটন, তাঁতে হ্যান্ডপেন্টিং, তাঁতে ব্লকপ্রিন্ট আর নানারকম মিক্স অ্যান্ড ম্যাচ। রঙের মধ্যে সবথেকে বেশি চাহিদা পিঙ্ক, রানি, ম্যাজেন্টা আর বেগুনির। হ্যান্ডলুমেও এবার নতুন অনেক নকশা হয়েছে।
ফুল বলে, ধন্য আমি...
ফুল আর বসন্ত যেন পরস্পর এক সুতোয় গাঁথা। তাই বসন্ত সাজ মানেই শাড়িতে ফুলের শোভা। পলাশ, শিমূল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ফুটেছে সামার জর্জেটের ক্যানভাসে। শাড়িটি ‘দেবশ্রী’জ’ ডিজাইনার স্টোর থেকে নেওয়া। ডিজাইনার দেবশ্রী দাস জানালেন, তঁার স্প্রিং-সামার কালেকশনের হটকেক আইটেম ফ্লোরাল প্রিন্টেড সামার জর্জেট সামারকুল শিফন আর বাংলাদেশি ঢাকাই।
বসন্ত জাগ্রত দ্বারে...
উজ্জ্বল হলুদ আর ঘন নীলের মধ্যে বসন্তের আবেদন যেন পরিপূর্ণ। জরি স্ট্রাইপ বাংলার তাঁতে একেবারে অভিনব নকশায় প্যাচওয়ার্ক করা হয়েছে শাড়িটিতে। শাড়িটি ‘কৌশিকি’জ বুটিক’ থেকে নেওয়া। ডিজাইনার কৌশিকি বিশ্বাস জানালেন, কাটওয়ার্কের নকশায় অ্যাপ্লিক তাঁর এবারের বসন্ত সম্ভারে নতুন সংযোজন। এছাড়াও রয়েছে ফ্রিল বর্ডার কটন শাড়ি, ঘুঙরু ও কড়ি দিয়ে কারুকাজ করা বাংলার তাঁত, রেশম চেকে নানা
ধরনের এমব্রয়ডারি করা অভিনব শাড়ি।
নীল দিগন্তে...
শীতের কুয়াশাচ্ছন্ন আকাশ সরিয়ে ঘন নীল আকাশ দিগন্ত ছুঁয়েছে। এমন দিনে নীল সবুজের মিলমিশে তৈরি শাড়ি যে নজর কাড়বে তাতে কোনও সন্দেহ নেই। ঘাস সবুজ তসর হ্যান্ডলুম শাড়িটির আঁচলে ঘন নীল কনট্রাস্ট। আর নীলের ওপর রেশম সুতোয় অশ্বমেধের ঘোড়া। শাড়িটি ‘তপস্যা বুটিক’-এর। ডিজাইনর ঝুমা ও সোমা জানালেন, তাঁরা নানান উজ্জ্বল রঙের কনট্রাস্টে তসর হ্যান্ডলুম বুনিয়েছেন। প্রত্যেকটিই পার্টিওয়্যার।
ফাগুন হাওয়ায় হাওয়ায়...
বসন্ত বললেই যেন ফাল্গুনের রূপ রস গন্ধের কথাই মনে আসে। আর সেই ফাল্গুনের রূপ রস গন্ধ যদি সাকার হয়ে ওঠে বাংলার চেক তাঁতে, তাহলে? অবশ্যই হাত বাড়াবেন শাড়িপ্রেমীরা। সাদাকালো চেক তাঁতে লাল হলুদ ফুলের ঝাড় প্রস্ফূটিত হয়েছে তুলির টানে। শাড়িটি ‘থৈবী’ থেকে নেওয়া।
রাঙিয়ে দিয়ে যাও...
দোল পূর্ণিমার রাতে শুরু হোক রঙের খেলা। আবির আর ফাগুয়ায় রঙে রঙিন হোক সাদা জমিনের বেনারসি লিনেন কটন। চওড়া কালো জরির পাড়ে আর জমকালো জরির আঁচলে ঝরে পড়ুক দোল পূর্ণিমার স্নিগ্ধ আলো। এক্সক্লুসিভ ডিজাইনের এই লিনেন কটন বেনারসি শাড়িটি ‘বেনারসি টেক্সটোরিয়াম’ থেকে নেওয়া। দোলের সান্ধ্য আসরে এমন একটি মোহময় শাড়ি নিঃসন্দেহে আপনাকে করে তুলবে মধ্যমণি।