Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

আর জি কর: সত্যি-মিথ্যের ফয়সালা আজই
তন্ময় মল্লিক

আজ বাংলার চিকিৎসক কন্যার নির্মম হত্যাকাণ্ডের রায় ঘোষণা। সেদিকেই গোটা দেশের নজর। অভয়ার নারকীয় হত্যাকাণ্ড নড়িয়ে দিয়েছিল প্রতিটি মানুষের হৃদয়। জাস্টিসের দাবিতে উত্তাল হয়েছিল কলকাতা। ‘প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্রে’র অভিযোগ ছিল নির্যাতিতার পরিবারের ও আন্দোনলকারীদের। তাই অপরাধীর সংখ্যা এক নাকি একাধিক, তা নিয়ে বির্তক উঠেছিল চরমে। কিন্তু তাঁদেরই পছন্দের তদন্তকারী সংস্থা সিবিআই জানিয়ে দিয়েছে, অপরাধী একজনই। সঞ্জয় রায়। তাতে স্পষ্ট, অভয়ার প্রতি মানুষের সীমাহীন আবেগকে বিপথগামী করার একটা পরিকল্পিত চক্রান্ত হয়েছিল বাংলায়। ‘সূত্রে’র দোহাই দিয়ে গল্পের গোরুকে চড়ানো হয়েছিল গাছে। কিন্তু, এসব করে হাওয়া গরম করা গেলেও বিচারকে প্রভাবিত করা যায় না। কারণ আদালত প্রমাণ ছাড়া কিছুই দেখতে পায় না। আজই হবে সেই সত্যি-মিথ্যের ফয়সালা। 
২০২৪ সালের ৮ আগস্ট গভীর রাতে আর জি করে যে নারকীয় ঘটনা ঘটেছিল, তার নিন্দার কোনও ভাষা নেই। দোষীর সর্বোচ্চ শাস্তিই কাম্য। নানান তথ্যপ্রমাণ ও রিপোর্ট দাখিল করে সিবিআই আদালতে জানিয়েছে, আর জি করের ঘটনা বিরলের মধ্যে বিরলতম। তাই দোষীকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। অভয়ার বাবা-মা ও আন্দোলনকারী চিকিৎসকরা সর্বোচ্চ শাস্তির দাবির সঙ্গে সহমত। কিন্তু প্রশ্ন তুলেছেন সিবিআই তদন্ত নিয়ে। তাঁদের বিশ্বাস, এই খুনের ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত। সেদিন রাতে অভয়ার সঙ্গে ডিউটিতে থাকা চারজনের কাউকে কেন গ্রেপ্তার করা হয়নি, সেই প্রশ্নও তুলেছেন। খুনের তথ্যপ্রমাণ লোপাট মামলার তদন্ত নিয়েও তাঁদের প্রশ্ন আছে।
অভয়ার বাবা-মায়ের তদন্ত নিয়ে প্রশ্ন ও সন্দেহ থাকাটা স্বাভাবিক। কারণ প্রিয় সন্তানকে হারিয়ে তাঁদের দিশেহারা অবস্থা। ঘটনার পর ‘সিবিআই সূত্রে’র বলে যে সমস্ত খবর সামনে আনা হয়েছিল, লক্ষ লক্ষ রাজ্যবাসীর মতো তাঁরাও তাকে সত্যি বলে বিশ্বাস করেছেন। কিন্তু আদালত তো ‘সূত্রের খবরে’র ভিত্তিতে রায় দেয় না। আদালত চলে তথ্য, প্রমাণ এবং সাক্ষীর বয়ানের উপর ভিত্তি করে। এখানে আবেগের কোনও স্থান নেই।
আর জি কর কাণ্ডের তদন্ত হয়েছে সুপ্রিম কোর্টের নজরদারিতে। প্রতিটি পর্বে তদন্তের ‘স্টেটাস রিপোর্ট’ মহামান্য আদালতে পেশ করেছে সিবিআই। নির্যাতিতার পরিবারের আইনজীবী দু’বার বদল হয়েছে। তারমধ্যে একটি আইনি সংস্থা জানিয়েছিল, ‘তারা আদালতে লড়াই করে আইনের বলে, প্রমাণের উপর নির্ভর করে এবং পেশাগত নীতি মেনে।’ তখনই প্রশ্ন উঠেছিল, অভয়ার ধর্ষণ ও খুনের ঘটনার পিছনে যে ‘প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্রে’র কথা বলা হচ্ছে, তার কি কোনও প্রমাণ নেই! আন্দোলনকারীদের প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় বুঝেই কি এমন হাইভোল্টেজ মামলা থেকে সংস্থাটি নিজেদের সরিয়ে নিল?
সিবিআইয়ের চার্জশিটেই বোঝা গিয়েছে, খুনের তথ্যপ্রমাণ লোপাটের যে অভিযোগ তোলা 
হয়েছিল, তার সারবত্তা এখনও তারা খুঁজে পায়নি। তবে, আন্দোলনকারীদের ক্ষোভের সবচেয়ে বড় কারণ কলকাতা পুলিসের তদন্তকেই মান্যতা 
দিয়েছে সিবিআই। আর জি কর নিয়ে জনস্বার্থে করা মামলার এক আইনজীবীর কথায়, ‘সিবিআই 
৯০দিন ধরে তদন্ত করলেও কাজের কাজ কিছুই হয়নি। তারা কলকাতা পুলিসের তদন্তেই সিলমোহর দিয়েছে।’ সিবিআই এক এক করে ‘মাথা’দের 
ধরে জেলে ভরে দিলে এই তদন্তকারী সংস্থাই তাঁদের মতে হতো বিশ্বসেরা।
‘মিডিয়া ট্রায়ালে’র জেরে আর জি কর কাণ্ডের প্রতিবাদ কলকাতার বুকে গণআন্দোলনের চেহারা নিয়েছিল। প্রচার করা হয়েছিল, দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতির অনেক কিছুই নাকি অভয়া জেনে গিয়েছিলেন। তিনি সব ফাঁস করে দিতে পারেন, এই আশঙ্কাতেই তাঁকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে। এরজন্য অভয়ার নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনাকে ‘প্রাতিষ্ঠানিক ষড়যন্ত্র’ বলে অনেকেই বিশ্বাস করেছিলেন। তাতেই বেড়েছিল আন্দোলনের তীব্রতা। চিকিৎসকরাও টানা ৪২দিন কর্মবিরতি চালিয়ে গিয়েছিলেন। তাতে চিকিৎসা না পেয়ে অকালমৃত্যুর ঘটনাও ঘটেছে। তাও মানুষ সব সহ্য করেছে।
তবে, আন্দোলন পর্বে একটি তথ্য মানুষকে ভীষণভাবে নাড়া দিয়েছিল। কী সেই তথ্য? সরকারি হাসপাতালে কর্মবিরতি চালিয়ে গেলেও জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ বেসরকারি হাসপাতালে ও নার্সিংহোমে চুটিয়ে প্র্যাকটিস করেছেন। পরিসংখ্যান বলছে, ৯ আগস্ট থেকে ১৭ অক্টোবর পর্যন্ত আন্দোলনরত ৫৬৩ জন সরকারি সিনিয়র রেসিডেন্ট নার্সিংহোমে গিয়ে অপারেশন করেছেন এবং রোগী দেখেছেন। সেই সময় কেবল স্বাস্থ্যসাথী কার্ডেই সরকারের খরচ হয়েছিল ৫৪ কোটি ৩৯ লক্ষ টাকা। 
আন্দোলনের জেরে খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়লেও বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের মালিকরা ফুলেফেঁপে উঠেছিলেন। কর্মবিরতির ৪২দিনে তাঁরা যে পরিমাণ রোজগার করেছেন তা বহু নার্সিংহোমে একবছরেও হয় না। তাই তাঁদের একাংশ আন্দোলনকারী চিকিৎসকদের কর্মবিরতিতে খাবার পাঠিয়ে, অর্থ দিয়ে ইন্ধন জুগিয়েছিলেন। 
অভয়ার জাস্টিসের দাবিতে মানুষ সমস্ত দুর্ভোগ মুখ বুজে মেনে নিয়েছিল। দাঁড়িয়েছিল আন্দোনলকারী চিকিৎসকদের পাশেই। কিন্তু সিবিআই চার্জশিট দেওয়ার পর মানুষ বুঝেছে, এই খুন কোনও পরিকল্পিত ঘটনার পরিণতি নয়, একজনের কুৎসিত পাশবিক লালসার শিকার। তাতে মানুষ এও বুঝেছে, সন্দেশখালির মতোই আর জি করের আন্দোলন ছিল বাংলাকে কালিমালিপ্ত ও হেয় করার ঘৃণ্য চক্রান্ত।
একথা মানতেই হবে, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে বাংলার চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল। লক্ষ লক্ষ মানুষ সরকারি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছিলেন। বহু মানুষ মারা যাচ্ছিলেন। এটা শুধু সরকারকে নয়, সমাজের বিশিষ্টজন থেকে বিচারপতি, প্রায় সকলকেই বিচলিত করেছিল। মুখ্যমন্ত্রী আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে কর্মবিরতি তোলার জন্য হাতজোড় করে মিনতি করেছিলেন। ব্যক্তিগত ইগো, মুখ্যমন্ত্রীর পদের গরিমা কোনও কিছুকেই তিনি আমল দেননি। তাঁর কাছে সাধারণ মানুষের স্বার্থই বড় হয়ে দাঁড়িয়েছে বারবার। 
গরিব সাধারণ মানুষের স্বার্থে চিকিৎসা পরিষেবাকে স্বাভাবিক করার জন্য মুখ্যমন্ত্রীর নমনীয়তাকে আন্দোলনকারীরা ‘দুর্বলতা’ ভেবে ভুল করেছেন। তাঁরা হয়তো ভেবেছেন, কর্মবিরতির অস্ত্রেই সরকারকে বারবার নতজানু করা যাবে। তাই মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনায় সরকার কড়া অবস্থান নিতেই ফের তাঁরা কর্মবিরতির ডাক দেন। আর জি করে অভয়ার নির্মম হত্যাকাণ্ড আবেগতাড়িত করেছিল গোটা দেশকে। কিন্তু মেদিনীপুর মেডিক্যালে মারা গিয়েছেন প্রসূতি। কাঠগড়ায় কয়েকজন চিকিৎসক। তাই দু’টোকে এক করে ফেললে ভুল হবে।
আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা কথায় কথায় বলেন, তাঁরা মানুষের স্বার্থে লড়াই করছেন। কিন্তু সত্যিই কি তাই? কর্মবিরতি করলে সাধারণ মানুষের কি উপকার হয়। উল্টে তারা চরম দুর্ভোগে পড়ে। অসুস্থদের হাসপাতালে পরিষেবা না পেয়ে ছুটতে হয় বেসরকারি হাসপাতালে অথবা নার্সিংহোমে। আসলে জুনিয়র ডাক্তারদের একাংশ বাম আমলের ‘চলছে না, চলবে না’ সংস্কৃতি ফিরিয়ে আনতে চাইছে। কিন্তু হাসপাতাল আর কারখানা তো এক নয়। তাই কথায় কথায় কর্মবিরতি কেন? 
মেদিনীপুর মেডিক্যালে প্রসূতি মৃত্যুর ঘটনার সিআইডি তদন্ত হয়েছে। স্বাস্থ্যদপ্তরও তদন্ত করেছে। তার উপর ভিত্তি করেই ১২জন চিকিৎসকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। তারমধ্যে ছ’জন সিনিয়র ডাক্তারবাবুও আছেন। এমনকী হাসপাতালের সুপারকেও সরিয়ে দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সকলে সহমত হবেন, এমনটা ভাবা ঠিক নয়। সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়া যেত। এর আগে সরকারের বহু সিদ্ধান্তই আদালত খারিজ করে দিয়েছে। এক্ষেত্রেও ভুল হলে সেটাই হতো। কিন্তু সে রাস্তায় না হেঁটে কেন কর্মবিরতির ডাক? তাও আবার মানুষের স্বার্থে?
কথায় কথায় কর্মবিরতির ডাক দিয়ে মানুষকে বিপদে ফেলাটা সুস্থ মানসিকতার লক্ষণ নয়। জুনিয়র ডাক্তারদের একাংশ ফের কর্মবিরতির ডাক দেওয়ায় উঠেছে প্রশ্ন, চিকিৎসক ভুল করলেও কি ব্যবস্থা নেওয়া যাবে না? তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই কেন উঠবে ‘বদলা’ নেওয়ার অভিযোগ? তবে স্বস্তির কথা, জুনিয়র ডক্টরস’ ফ্রন্টের ডাকা কর্মবিরতিতে সাড়া দেননি অধিকাংশ চিকিৎসক। তাঁরাও কি বুঝতে পারছেন, আর জি করের প্রেক্ষিত আর মেদিনীপুর মেডিক্যালের ঘটনা এক নয়। তাই কি কর্মবিরতি করে সরকার ও সাধারণ মানুষকে বিপাকে ফেলার চক্রান্তে তাঁরা জল ঢেলে দিলেন?
ভোটে ত্রিমুখী লড়াইয়ের দিন শেষ
সমৃদ্ধ দত্ত

২০২৪ সাল ভারতীয় রাজনীতির ক্ষেত্রে কী কী ভবিষ্যদ্বাণী করে দিয়ে গেল? একঝাঁক। আগামী দিনের রাজনীতি কেমন চলবে তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রথমত, যা নিয়ে কোনও সন্দেহ নেই, সেটি হল, আবার কেন্দ্রে জোট রাজনীতি ফিরে এল। এবং এটাই চলবে। বিশদ

17th  January, 2025
বাংলাদেশ নিয়ে পাকিস্তান কেন এত তৎপর?
মৃণালকান্তি দাস

বাংলাদেশ ‘বিছরা হুয়া’ ভাই! কথাটা বলেছিলেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী মহম্মদ ইসহাক দার। ‘বিছরা হুয়া’-র অর্থ, হারিয়ে যাওয়া। ২ জানুয়ারি ইসলামাবাদে সাংবাদিক সম্মেলন করে এই পাক মন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, বাংলাদেশকে সম্ভাব্য সব উপায়ে সহযোগিতা করবে পাকিস্তান। বিশদ

16th  January, 2025
ভারত-আমেরিকা একসঙ্গেই যাবতীয় চ্যালেঞ্জের মোকাবিলা করবে
এরিক গারসেটি

সেই কিশোর বয়সে প্রথম পা রাখি ভারতে। তখন তো ধারণাও করতে পারিনি যে কীভাবে এই দেশ একদিন আমার গোটা হৃদয়টাই গ্রাস করে নেবে। তাই মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মেয়াদ শেষের সময় আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি— ভারতের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা, শিক্ষা, এবং ভালোবাসার জন্য। বিশদ

16th  January, 2025
গঙ্গাসাগর মেলার জাতীয় স্বীকৃতি ন্যায্য দাবি
হারাধন চৌধুরী

কূর্মপুরাণে বলা হয়েছে, ‘সর্বত্র সুলভা গঙ্গা ত্রিষু স্থানেষু দুর্লভা।/ গঙ্গাদ্বারে প্রয়াগে চ গঙ্গাসাগরসঙ্গমে।।’ অর্থাৎ গঙ্গা সর্বত্র সুলভা হলেও হরিদ্বার, প্রয়াগ ও গঙ্গাসাগর—এই তিন স্থানে অতিশয় দুর্লভা। দুর্লভ বস্তুর প্রতিই তো মানুষের আকর্ষণ সর্বাধিক। এছাড়া গঙ্গাই ভারতভূমির আত্মা। বিশদ

15th  January, 2025
‘আবার তোরা মানুষ হ’
শান্তনু দত্তগুপ্ত

অশ্বত্থতলার মোড়ে গেলে এখনও কি ওই নুড়িটা দেখতে পাওয়া যাবে? মাপ করবেন। শিবরাম চক্কোত্তি মহাশয় নিজেই শেষে মত বদল করেছিলেন, আর আমরা তো নেহাৎ ছারপোকা। মনে পড়ল? ওই যে লেখকের হোঁচট-সঙ্গী পাথরটি... উপড়ে একপাশে রেখেছিলেন লেখক। বিশদ

14th  January, 2025
‘ভাইস চ্যান্সেলর’ হবেন ইউজিসির ‘ভাইসরয়’! 
পি চিদম্বরম

প্রকৃতপক্ষে সব সরকারেরই অধিক ক্ষমতার আকাঙ্ক্ষা থাকে। তাই নিজেদের নিয়ন্ত্রণ এবং কর্তৃত্ব নিশ্চিত করার জন্য তারা নতুন নতুন আইন তৈরি করে। এর কারণ এটাই যে শাসকরা ভাবেন, দেশ এবং জনগণের জন্য কোনটা ভালো তা কেবল তাঁরাই জানেন।
বিশদ

13th  January, 2025
স্বামী বিবেকানন্দের হিন্দুত্বই একমাত্র মুক্তির পথ
হিমাংশু সিংহ

‘‘যখন নেতৃত্ব দিচ্ছ তখন সেবা করো, স্বার্থশূন্য হও।’’ এই উপদেশ তিনি দিয়েছিলেন স্বাধীনতার অর্ধশতক আগে। আজ যখন আমরা উন্নত ভারতের স্বপ্ন দেখি, সংবিধানের ৭৫ বছরে নানা বর্ণাঢ্য উৎসব করি, তখন তাঁর ওই ছোট্ট অথচ মহান উপদেশটা কি মনে রেখেছি? বিশদ

12th  January, 2025
গদি বাঁচাতেই যুদ্ধের জিগির, কিন্তু কতদিন?
তন্ময় মল্লিক

‘ভারত ওদের শত্রু এখন বন্ধু পাকিস্তান/ যারা একাত্তরে কেড়েছিল লাখো মা-বোনের সম্মান/ এই হানাদার আজ এই মাটিতে বেঁধেছে আবার ঘর/ ওই নরপশুদের বাবা-দাদা ছিল পাক সেনাদের চর।’ এই গানের রচিয়তা ভারতবর্ষের কোনও গীতিকার নন।
বিশদ

11th  January, 2025
হিন্দুত্ব প্রজেক্ট এবং ভারত-ব্র্যান্ডের ক্ষতি
সমৃদ্ধ দত্ত

দেওয়ালজুড়ে সাজানো হয়েছিল লাল রঙের লাভ সাইন আকৃতির বেলুন। শিশু ও বালক বালিকার দল নিজেদের মতো করে এঁকেছিল যিশুর ছবি। সকলেই পরেছিল সান্টাক্লজের লাল সাদা পোশাক। দিদিমণি এবং বাচ্চারা মিলে গা‌ই঩ছিল ক্রিসমাস ক্যারল। বিশদ

10th  January, 2025
রাশিয়ার মসনদে পুতিনের ২৫ বছর
মৃণালকান্তি দাস

সময়টা ১৯৯৯ সালের ৩১ ডিসেম্বর। রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন হঠাৎ তাঁর পদত্যাগের কথা ঘোষণা করেন। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, ‘নতুন রাজনীতিবিদ, নতুন মুখ আর বুদ্ধিদীপ্ত, প্রাণচঞ্চল ও শক্তিশালী নতুন ব্যক্তিদের নেতৃত্বে রাশিয়াকে নতুন শতকে পা রাখতে হবে।’ বিশদ

09th  January, 2025
মোদির পর কে? নিঃশব্দ যুদ্ধ অমিত ও যোগীর
সন্দীপন বিশ্বাস

ডি এল রায়ের ‘সাজাহান’ নাটকে ঔরংজীব যখন ভাইদের হত্যা করে সিংহাসন দখল করলেন, তখনই তাঁর সেই প্রাপ্তির মধ্যেও জেগে উঠল ভয়ঙ্কর এক আতঙ্ক। ঘুমের মধ্যেও যেন তিনি আঁৎকে ওঠেন। বলেন, ‘কে তোমরা? জ্যোতির্ময়ী ধূমশিখার মতো মাঝে মাঝে আমার জাগ্রত তন্দ্রায় এসে দেখা দিয়ে যাও। বিশদ

08th  January, 2025
বিশ্বাসের পূর্ণকুম্ভে পরীক্ষা হিন্দুত্ব রাজনীতির
শান্তনু দত্তগুপ্ত

চারদিকে শুধুই আখড়া। ছোট, বড়, মাঝারি... পাশ দিয়ে হেঁটে চলে যাওয়া যাবে না। থমকে দাঁড়াতেই হবে। শৈব, বৈষ্ণব, শাক্ত... কিছুতেই যে আলাদা করা যায় না! ওই তো কানে আসছে ভজন। আর একটু এগোলে রামচরিতমানস পাঠ শোনা যাবে। আর ভেসে আসবে বেদগান। বিশদ

07th  January, 2025
একনজরে
এক গোলে লিড কখনওই নিরাপদ নয়। হেভিওয়েট মোহন বাগানকে সেই সারসত্য আবারও বোঝালেন খালিদ জামিল। অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল মোহন ...

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই’র সাহায্যে চাষের জমিতে কীটনাশক বা সার দিতে পারবেন কৃষকরা। কীভাবে এই কাজ সম্ভব, কৃষিমেলায় মডেলের মাধ্যমে তা হাতেকলমে করে দেখানো হচ্ছে। ...

ভারতের অর্থনীতির ঝিমুনি ধরা পড়েছে একাধিক পূর্বাভাসে। এবার তাতে নতুন সংযোজন বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট। সেখানেও ধরা পড়ল দুর্দশার চিত্র। চলতি আর্থিক বছরে এদেশের জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশে থমকে যেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে তারা। ...

সিপিএমের তাবড় নেতৃত্ব দিল্লিতে পড়ে থাকলেও রাজধানী শহরেই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে রীতিমতো নাকানিচোবানি খেতে হয় বাম দলগুলিকে। আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভার গুরুত্বপূর্ণ নির্বাচন। যদিও লড়াই শুরুর আগেই জমানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কায় কম্পমান বাম নেতৃত্ব।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৭৭৮: ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক হাওয়াই দ্বীপ আবিষ্কার করেন
১৮৫৪: আলেকজান্ডার গ্রাহাম বেলের সহকারী তথা টেলিফোন আবিষ্কারের অন্যতম প্রবর্তক  টমাস আউগুস্তুস ওয়াটসনের জন্ম
১৮৬২: বঙ্গীয় আইন পরিষদ গঠিত হয়
১৯৩৮: সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হন
১৯৪৭: সঙ্গীতশিল্পী কে এল সায়গলের মৃত্যু
১৯৪৮: হিন্দু মুসলমান দাঙ্গা বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে গান্ধী তার ১২১ ঘণ্টার অনশনের অবসান ঘটিয়েছিলেন
১৯৫০: ভারত ধর্মনিরপক্ষ গণরাষ্ট্র হিসেবে ঘোষিত হয়
১৯৫১: ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব যতীন্দ্রমোহন রায়ের মৃত্যু
১৯৫৪: বিশিষ্ট মূকাভিনয় শিল্পী পার্থ প্রতিম মজুমদারের জন্ম
১৯৭২: ক্রিকেটার বিনোদ কাম্বলির জন্ম
১৯৯৬: রাজনীতিক ও অভিনেতা এন টি রামারাওয়ের মৃত্যু
১৯৯৭: একাকী এবং কারো সাহায্য ছাড়াই প্রথম ব্যক্তি হিসেবে অ্যান্টার্কটিকা পাড়ি দেন নরওয়ের বোর্জ অসল্যান্ড
২০০৩: কবি হরিবংশ রাই বচ্চনের মৃত্যু
২০০৬: সংযুক্ত আবর আমিরাতে প্রথম কোনও নির্বাচন অনুষ্ঠিত হয়
২০১৮: বিশিষ্ট বাঙালি সাংবাদিক ও কার্টুনিস্ট চন্ডী লাহিড়ীর মৃত্যু
২০২২:  কিংবদন্তী কার্টুনিস্ট ও চিত্রশিল্পী নারায়ণ দেবনাথের মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৮৫.৭৮ টাকা ৮৭.৫২ টাকা
পাউন্ড ১০৪.১৭ টাকা ১০৭.৮৭ টাকা
ইউরো ৮৭.৫৯ টাকা ৯০.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৭৯,৬০০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৮০,০০০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৭৬,০৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৯১,১৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৯১,২৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৪ মাঘ, ১৪৩১, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫। পঞ্চমী অহোরাত্র। পূর্বফাল্গুনী নক্ষত্র ২১/১৩ দিবা ২/৫২। সূর্যোদয় ৬/২৩/২, সূর্যাস্ত ৫/১১/৬। অমৃতযোগ দিবা ৯/৫৮ গতে ১২/৫০ মধ্যে। রাত্রি ৭/৪৮ গতে ১০/২৭ মধ্যে পুনঃ ১২/১২ গতে ১/৫৮ মধ্যে পুনঃ ২/৫১ গতে ৪/৩৬ মধ্যে। বারবেলা ৭/৪৪ মধ্যে পুনঃ ১/৮ গতে ২/২৯ মধ্যে পুনঃ ৩/৫০ গতে অস্তাবধি। কালরাত্রি ৬/৫১ মধ্যে পুনঃ ৪/৪৪ গতে উদয়াবধি। 
৪ মাঘ, ১৪৩১, শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫। পঞ্চমী অহোরাত্র। পূর্বফাল্গুনী নক্ষত্র দিবা ৩/২৭। সূর্যোদয় ৬/২৬, সূর্যাস্ত ৫/১০। অমৃতযোগ দিবা ৯/৫৮ গতে ১২/৫৭ মধ্যে এবং রাত্রি ৭/৫৮ গতে ১০/৩৩ মধ্যে ও ১২/১৬ গতে ১/৫৮ মধ্যে ও ২/৫০ গতে ৪/৩৩ মধ্যে। কালবেলা ৭/৪৭ মধ্যে ও ১/৯ গতে ২/২৯ মধ্যে ও ৩/৫০ গতে ৫/১০ মধ্যে। কালরাত্রি ৬/৫০ মধ্যে ও ৪/৪৭ গতে ৬/২৬ মধ্যে। 
১৭ রজব।

ছবি সংবাদ

এই মুহূর্তে
আর জি কর কাণ্ড: আজ রায়দান, শিয়ালদহ আদালত চত্বরে জোরদার নিরাপত্তা ব্যবস্থা

10:08:00 AM

রিঙ্কুর বাগ্‌দান নিয়ে জল্পনা
ক্রিকেট ও বিনোদনের মেলবন্ধন নয়। এবার ক্রিকেটার ও রাজনীতিকের বিবাহের ...বিশদ

09:55:00 AM

আপনার আজকের দিনটি
মেষ: সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। বৃষ: যে কোনও কর্ম প্রচেষ্টায় সাফল্য ও ...বিশদ

09:50:24 AM

রাজস্থানের জয়পুরে ঘন কুয়াশার চাদর

09:41:00 AM

দিল্লিতে কুয়াশার জেরে দেরিতে চলছে একাধিক ট্রেন

09:36:00 AM

আজ পাটনায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন রাহুল গান্ধী

09:32:00 AM