পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
রুশ বাহিনীর হয়ে লড়াই করতে গিয়ে কেরলের এক ব্যক্তির মৃত্যু ও আরও এক ভারতীয়ের জখম হওয়ার খবরে তোলপাড় শুরু হয়েছে। সেই ঘটনার প্রেক্ষিতেই বিদেশ মন্ত্রকের তরফে এদিন বিস্তারিত তথ্য প্রকাশ করা হল। রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি রাশিয়ার হয়ে যুদ্ধে নিহত কেরলের ওই ব্যক্তির নাম বিনীল বাবু। জখম ব্যক্তির নাম টি কে জৈন। এদিন জয়সওয়াল বলেন, ‘বিনীল বাবুর মৃত্যুর ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি। রুশ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের দূতাবাস যোগাযোগ রাখছে। দ্রুত বিনীলের দেহ ভারতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’