পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
বাজারে বিক্রি নেই। যে কারণে ধাক্কা খাচ্ছে কলকারখানার উৎপাদন। খরা বিনিয়োগেও। যার ফলে চলতি আর্থিক বছরে বৃদ্ধির গতি শ্লথ হবে বলে বিশ্ব ব্যাঙ্ক তাদের সর্বশেষ রিপোর্টে জানিয়েছে। তবে ২০২৫-২৬ আর্থিক বছরে ভারতের জিডিপি বৃদ্ধির হার সামান্য বেড়ে হতে পারে ৬.৭ শতাংশ। আগামী দিনে কলকারখানার কর্মকাণ্ড বৃদ্ধি পাবে বলে আশাপ্রকাশ করা হয়েছে। সেইসঙ্গে বাড়তে পারে সরকারি ও বেসরকারি লগ্নি। ২০২৬-২৭ আর্থিক বছরেও বৃদ্ধির হার ৬.৭ শতাংশ দাঁড়াতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।