পারিবারিক ক্ষেত্রে বহু প্রচেষ্টার পর শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা। সন্তানের কর্ম উন্নতিতে আনন্দ লাভ। অর্থকর্মে শুভ। ... বিশদ
ভারতের পতাকা উড়তে থাকা ভবনের সামনে দাঁড়িয়ে প্রকাশ কারাত বলেন, ‘বাবরি মসজিদ ধ্বংসের পর জ্যোতি বসু এই শক্তিকে ‘অসভ্য বর্বর’ বলেছিলেন। তারা এখন রাষ্ট্রক্ষমতা দখল করেছে। হিন্দুত্বকে রাষ্ট্রের দর্শনে পরিণত করার চেষ্টা করছে। কেবল নির্বাচন নয়, মতাদর্শের লড়াইও করতে হবে এই শক্তির বিরুদ্ধে। আজ জ্যোতি বসুকে স্মরণ করা এবং তাঁর কাজ এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত জরুরি।’ যে প্রকাশ কারাত একদিন জ্যোতিবাবুর প্রধানমন্ত্রী হওয়ার পথে কাঁটা বিছিয়েছিলেন, এদিন তাঁর মুখে প্রয়াত নেতার স্তুতি শুনে বিস্তর চর্চা চলেছে বাম রাজনৈতিক মহলে। এদিন উদ্বোধন মঞ্চ থেকে দু’টি গবেষণা পত্র প্রকাশিত হয়। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘পশ্চিম এশিয়াতে গণতন্ত্রকে শেষ করা হচ্ছে। উগ্র দক্ষিণপন্থা সর্বত্র সেই প্রয়াস চালাচ্ছে। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গঠনের লড়াইয়ের সঙ্গে এই গবেষণা কেন্দ্র জরুরি।’ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘জ্যোতি বসুর ভাবনা আগামী দিনে ছড়িয়ে দেওয়ার কাজ করবে এই কেন্দ্র।’ গবেষণা কেন্দ্রের ভিতরে বেশকিছু নথির পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রীর সংগ্রহের বই দিয়ে লাইব্রেরি তৈরি হয়েছে। বিমান বসুর ইচ্ছায় ভবনের একদিকে পরিবেশের কথা মাথায় রেখে জলাশয়ও তৈরি হয়েছে। এদিন থেকেই নিউটাউনের একটি ব্যাঙ্কোয়েট হলে শুরু হয়েছে সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির একাধিক সদস্য মানিক সরকার, সুভাষিণী আলি, অমরা রাম, মহম্মদ ইউসুফ তারিগামির মতো বাম নেতৃত্ব উপস্থিত ছিলেন। বৈঠকে যোগ দিতে সন্ধ্যায় পৌঁছন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। শনিবার নারকেলবাগানে সভা করবেন মহম্মদ সেলিম ও অমরা রাম।