Bartaman Patrika
উত্তরবঙ্গ
 

 একদা দুর্গ ইসলামপুরে এখন বুথ কমিটিই নেই কংগ্রেসের

 সংবাদদাতা, ইসলামপুর: একদা কংগ্রেসের শক্তঘাঁটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে ব্লক ও টাউনে কংগ্রেসে বুথে কমিটিই গঠন হয়নি। লোকসভা নির্বাচনের মুখে দলের এই করুণ অবস্থা নিয়ে কর্মী-নেতাদের একাংশ হতাশ হয়ে পড়েছেন। এনিয়ে দলে জোর চর্চাও শুরু হয়েছে। জেলা কংগ্রেস ইতিমধ্যেই লোকসভা নির্বাচনে রায়গঞ্জে কেন্দ্র থেকে দলের প্রার্থী হিসেবে প্রাক্তন সংসদ সদস্য দীপা দাশমুন্সির নাম ঘোষণা করেছে। কিছু কিছু সংগঠনিক কাজও তারা শুরু করেছে। কিন্তু দলের নিচুস্তরের ভেঙে পড়া সংগঠনকে এখনও তারা মজবুত করতে পারেনি। দলেরই একাংশ একথা জানিয়েছেন। তাঁরা আরও বলেন, শুধু ইসলামপুরের নয়, চোপড়া, গোয়ালপোখর, চাকুলিয়া ও করণদিঘিতেও সংগঠনের কমবেশি একই অবস্থা। যদিও চোপড়া ব্লক জেলার দিক থেকে উত্তর দিনাজপুর জেলার মধ্যে থাকলেও তা লোকসভা কেন্দ্র হিসেবে দর্জিলিংয়ের মধ্যে পড়ে। তবে চোপড়ার নির্বাচনী কর্মকাণ্ড জেলা হিসেবে উত্তর দিনাজপুর থেকেই নিয়ন্ত্রিত হয়। কংগ্রেস নেতৃত্বও অবশ্য দলের এই দৈন্যদশার কথা মানতে চায়নি।
এ নিয়ে জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন দীপা দাশমুন্সি এবার লোকসভা নির্বাচনে দলের প্রার্থী হচ্ছেন। সংগঠন মানুষকে নিয়ে হয়। নেতাদের নিয়ে নয়। সেখানে আমাদের সংগঠন দুর্বল হয়নি। ভোটেই তার প্রমাণ মিলবে। ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি মুজাফ্ফর হুসেন বলেন, ব্লকে ১৩টি অঞ্চলের মধ্যে আমরা ১০টিতে অঞ্চল সভাপতি নির্বচিত করেছি। বাকি তিনটিতেও একাজ শীঘ্রই হয়ে যাবে। অঞ্চল সভাপতিরাই বুথ কমিটি তৈরি করবেন। চাকুলিয়া ব্লক কংগ্রেসের সভাপতি মহম্মদ মুস্তাফা বলেন, আমাদের ১১টি অঞ্চলের মধ্যে দু’টি অঞ্চলের সভাপতি নেই। অনেক জায়গায় বুথ কমিটিও তৈরি করতে হবে। আমরা উদ্যোগ নিয়েছি এই সপ্তাহের মধ্যেই প্রতিটি বুথে কমিটি তৈরি করে ফেলব। কেউ কেউ আমাদের দল ছেড়ে চলে গিয়েছেন। তাদের অনেকেই আবার দলে ফিরে আসতে চাইছেন। আমরা ঘুরে দাঁড়ানোর প্রত্যাশী। যুব, মহিলা, কৃষক সহ বিভিন্ন শাখা সংগঠনগুলিকেও নতুন করে তৈরি করা হচ্ছে। কংগ্রেসের চোপড়া ব্লক সভাপতি অশোক রায় বলেন, আমাদের কিছু অঞ্চল ও বুথে কমিটি নেই। শীঘ্রই কমিটিগুলি তৈরির কাজ করা হবে। চোপড়ায় পুলিস ও তৃণমূলের যৌথ সন্ত্রাসে আমাদের কাজ করতে সমস্যা হচ্ছে। তবে মানুষ আমাদের সঙ্গে আছে। চোপড়ায় কংগ্রেসকে কেউ মুছে দিতে পারবে না। গোয়ালপোখর ও করণদিঘিতেও একই অবস্থা। সেখানকার নেতৃত্ব জানিয়েছে, বুথ কমিটি গড়ার উপরই জোর দেওয়া হয়েছে।
ইসলামপুর এক সময় কংগ্রেসের ঘাঁটি ছিল। বারংবার এখান থেকে কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে বিধায়ক হয়েছেন আব্দুল করিম চৌধুরী। পরে তিনি তৃণমূলে চলে যান। এখন আবার নিজে দল পড়েছেন। পরবর্তীতে এই আসনে কংগ্রেসের টিকিটে জয়ী বিধায়ক হন কানাইয়ালাল আগরওয়াল। দীর্ঘদিন তিনি কংগ্রেসের প্রতীকে জিতে পুরসসভার চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে পরে তিনি তৃণমূলে যোগ দেন। তাঁর সঙ্গে পুরসভার কংগ্রেসের কাউন্সিলার ও ব্লক কংগ্রেসের একাধিক নেতা দল বদল করেন। এরপরে ইসলামপুরে কংগ্রেসের ভিত দুর্বল হয়ে যায়। লাগাতার দলে ভাঙন চলতে থাকে। কংগ্রেসের পুরনো বহু নেতা-কর্মী এখন তৃণমূলে। এরফলেই কংগ্রেসের সমস্ত কমিটি ভেঙে যায়। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বচনের আগেও এখানে কংগ্রেস সমস্ত বুথ কমিটি তৈরি করতে পারেনি। শুধু কর্মীরাই দল বদল করেছেন এমনটি নয়, রাতারাতি পার্টি অফিসও বদলে গেছে। বাস টার্মিনাস এলাকায় শহর কংগ্রেসের একটি পার্টি অফিস ছিল। কানাইয়াবাবু কংগ্রেসের টাউন সভাপতি থাকার সময় ওই পার্টি অফিসেই বসতেন। কানাইবাবুর দল বদলের সঙ্গে সঙ্গে ওই পার্টি অফিসেও ঝান্ডা বদলে যায়। এপ্রসঙ্গে মুজাফ্ফর হুসেন বলেন, যে সময় পার্টি অফিসে কংগ্রেসের ঝান্ডা খুলে তৃণমূলের ঝান্ডা লাগানো হয়েছিল সেসয় কংগ্রেস অত্যন্ত দুর্বল ছিল। এখন অনেকটাই শক্তি ফিরে পেয়েছে। আমরা ওই পার্টি অফিসের দখল নেব। দীপা দাশমুন্সির টাকায় অফিসটি তৈরি হয়েছে। সেখানে অন্য দ঩লের পতাকা উড়তে পারে না।
গোয়ালপোখর ও চাকুলিয়া বিধানসভাতেও শক্তি ছিল। একসময় দীপা দাসমুন্সি গোয়ালপোখরের বিধায়ক ছিলেন। পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানিও প্রথমবার কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন। কিন্তু এখন সেখানে পরিস্থিতি পাল্টেছে। পঞ্চায়েত নির্বচনে এখানে কংগ্রেস ভালো ফল করেনি। কংগ্রেস প্রতীকে জয়ী অনেক পঞ্চায়েত সদস্য দল বদল করেছেন।

10th  January, 2019
 আয় বাড়াতে বাসিন্দাদের থেকে এবার গৃহকর আদায়ে জোর গ্রাম পঞ্চায়েতগুলির

  সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের একাধিক গ্রাম পঞ্চায়েতে বকেয়া ভূমি ও গৃহ করের পাহাড় জমে উঠেছে। গ্রাম পঞ্চায়েতগুলির নিজস্ব তহবিল শূন্য হতে বসেছে। গ্রামের অনেকেই ভূমি ও গৃহ কর না দেওয়ায় পঞ্চায়েতের নিজস্ব আয় বাড়ছে না। এতে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ বিপাকে পড়ছে।
বিশদ

11th  January, 2019
 রাষ্ট্রীয় অধিবেশনে দিল্লিতে উত্তর দিনাজপুরের ১৩ সদস্য

 বিএনএ, রায়গঞ্জ: দিল্লিতে বিজেপি’র রাষ্ট্রীয় অধিবেশনে যোগ দিতে উত্তর দিনাজপুর জেলা থেকে ১৩ সদস্যের একটি দল বৃহস্পতিবার রওনা দিয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার থেকে এই অধিবেশন শুরু হবে। সেখানে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ উপস্থিত থাকবেন।
বিশদ

11th  January, 2019
 মালদহের গ্রামাঞ্চলে ট্র্যাফিক আইন ভাঙা রুখতে আসছে নতুন প্রযুক্তি

  সংবাদদাতা, মালদহ: ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচি রূপায়ণ হওয়ায় চোখে পড়ার মতো ফল মিলছে মালদহ শহর এবং শহর লাগোয়া এলাকাগুলিতে। কিন্তু প্রায় উল্টো ছবি উঠে আসছে এলাকায়। তাই এবার জেলাজুড়ে ট্রাফিক আইন লাগু করতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিতে চলেছে পুলিস।
বিশদ

11th  January, 2019
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে আমন্ত্রিত মমতা

 বিএনএ, রায়গঞ্জ: আগামী ৩ ফেব্রুয়ারি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের চতুর্থ প্রতিষ্ঠা দিবসে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান হবে। বিশ্ববিদ্যালয়ের ফুটবল গ্রাউন্ডে সমাবর্তন অনুষ্ঠানে আচার্য তথা রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
বিশদ

11th  January, 2019
 তপনে ১৫ জানুয়ারি রেল অবরোধের ডাক তৃণমূলের

  সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের রামপুর স্টেশনে বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখায়। স্টেশন ছুঁয়ে যাওয়া সবক’টি ট্রেনের স্টপেজের দাবিতেই তাঁদের বিক্ষোভ কর্মসূচি ছিল। হরসুরা গ্রাম পঞ্চায়েতের কয়েকশো তৃণমূল কর্মী এদিন স্টেশন চত্বরে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।
বিশদ

11th  January, 2019
 হরিরামপুর থানার উদ্যোগে আদিবাসী যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ

 সংবাদদাতা, হরিরামপুর: সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার উদ্যোগে ১০ জন আদিবাসী যুবকের কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। আদিবাসী কমিউনিটি ডেভলপমেন্টের স্বেচ্ছাসেবকরা হরিরামপুর ব্লকের ১০ জন আদিবাসী যুবককে নির্বাচন করে হরিরামপুর থানায় নাম নথিভুক্ত করেন।
বিশদ

11th  January, 2019
 ধান দিয়েও চেক পাচ্ছেন না ইসলামপুরের অনেক চাষি

  সংবাদদাতা, ইসলামপুর: ইসলামপুর মহকুমার বিভিন্ন সিপিসিতে (সেন্ট্রাল প্রোকিওরমেন্ট সেন্টার) বা ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করে হাতে হাতে চেক পাচ্ছেন না চাষিরা। প্রশাসনের উদাসীনতায় এই সমস্যা হয়েছে বলেই তাদের অভিযোগ। এবিষয়ে চাষিদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। নতুন ব্যবস্থা সামাল দিতে প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে।
বিশদ

11th  January, 2019
 আতঙ্কে জেলাশাসকের হাতে প্রহৃত সেই যুবকের পরিবার

  সংবাদদাতা, আলিপুরদুয়ার: সস্ত্রীক জেলাশাসক নিখিল নির্মলের হাতে প্রহৃত জামিনে মুক্ত আলিপুরদুয়ার জেলার ফালাকাটার হরিনাথপুর গ্রামের সেই যুবক বিনোদ কুমার সরকারের পরিবার গভীর আতঙ্কে ভুগছে। পরিবারের আশঙ্কা, যে কোনও মুহুর্তে তাদের ছেলেকে পুলিস ফের তুলে নিয়ে যেতে পারে।
বিশদ

10th  January, 2019
 শ্যামসুখী বালিকা বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শোভাযাত্রা

 সংবাদদাতা, পুরাতন মালদহ: বুধবার মালদহের গাজোল ব্লকের শ্যামসুখী বালিকা বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবের বর্ষব্যাপী সমাপ্তি অনুষ্ঠানের সূচনা হয়। এদিন বর্ণাঢ্য প্রভাতফেরির মধ্য দিয়ে উৎসবের সূচনা করেন বেলুড় মঠ সারদা পীঠের মহারাজ দিব্যানন্দজি। 
বিশদ

10th  January, 2019
 আজ ফের মালদহে শুভেন্দু, তৃণমূলে যাচ্ছেন রহিম বক্সি

  বিএনএ, মালদহ: আজ, বৃহস্পতিবার দু’দিনের দলীয় কর্মসূচিতে মালদহে আসছেন জেলায় তৃণমূলের পর্যবেক্ষক তথা মন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই সফরে উল্লেখযোগ্য দিক হল তিনি এবার প্রাক্তন বাম বিধায়ক রহিম বক্সিকে তৃণমূল কংগ্রেসে যোগদান করাবেন।
বিশদ

10th  January, 2019
 জলপাইগুড়িতে যুব তৃণমূল কংগ্রেস সম্পাদককে মারধর

  বিএনএ, জলপাইগুড়ি: যুব তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ির জেলা সম্পাদক কৌস্তভ তলাপাত্রকে বুধবার রাস্তায় ফেলে পেটালো মাদারের নেতা কর্মীরা। জলপাইগুড়ি স্টেশন রোডে ওই যুব নেতার বাড়ির সামনে থেকে এদিন গণধোলাই দিতে দিতে জলপাইগুড়ি জেলা পরিষদের সভাকক্ষের বাইরে তাঁকে নিয়ে যাওয়া হয়।
বিশদ

10th  January, 2019
 নথিভুক্তকরণের পর ধান কেনায় দেরি, অভাবি বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকেরা

 মণীন্দ্রনারায়ণ সিংহ, জলপাইগুড়ি, বিএনএ: সরকারি ক্রয়কেন্দ্রে নাম নথিভুক্তকরণের পর জলপাইগুড়িতে চাষিদের এক মাস পর সহায়কমূল্যে ধান বিক্রির দিনক্ষণ দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে। এতো সময় লাগার জন্য চাষিরা বাধ্য হয়ে ধানের অভাবি বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
বিশদ

10th  January, 2019
 মালদহ কলেজের প্ল্যাটিনাম জয়ন্তীর রঙ্গোলি থেকে উধাও পদ্মফুল, বিতর্ক

  সংবাদদাতা, মালদহ: রাতারাতি ভ্যানিশ হয়ে গেল পদ্মফুল। জায়গা নিল প্রদীপ। মালদহ কলেজের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে কলেজের রাস্তায় পড়ুয়াদের আঁকা রঙ্গলিতে এমনই ম্যাজিক ঘটে গিয়েছে। ঘটনায় প্ল্যাটিনাম জয়ন্তীর মাত্র একদিন আগে তীব্র বিতর্ক শুরু হয়েছে শহর জুড়ে।
বিশদ

10th  January, 2019
 কোচবিহার এমজেএন হাসপাতালের ‘হেল্প’ করার নামে দালালরাজ সক্রিয়

  বিএনএ, কোচবিহার: কোচবিহার এমজেএন হাসপাতালের বহির্বিভাগে রমরমিয়ে চলছে দালালরাজ। একাধিক বিভাগে কার্যত চতুর্থ শ্রেণির কর্মীদের ‘দায়িত্ব’ সামলাচ্ছেন বহিরাগত যুবকরা। রোগীদের লাইন ঠিক করা, প্রেসক্রিপশন দেখা, স্ট্যাম্প দেওয়ার মতো দায়িত্ব তারাই মাথায় তুলে নিয়েছেন।
বিশদ

10th  January, 2019

Pages: 12345

একনজরে
 মুম্বই, ১১ জানুয়ারি (পিটিআই): বেতন বৃদ্ধি, ‘বেস্ট’ ও ‘বিএমসি’র বাজেট মিশিয়ে দেওয়া সহ একাধিক দাবিতে শুক্রবার চতুর্থ দিনে পড়ল মুম্বইয়ের বাস ধর্মঘট। যার জেরে চরম ...

 ইসলামাবাদ, ১১ জানুয়ারি (পিটিআই): প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, সিন্ধ প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ সহ পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-এর একাধিক নেতার বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা বহাল রাখল পাক সরকার। ...

 সিডনি, ১১ জানুয়ারি: এশিয়ার প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের মুকুট সদ্য তাঁর মাথায় উঠেছে। তবু অজিদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলতে নামার আগে মন ভালো নেই বিরাট কোহলির। চোখে মুখে ধরা পড়েছে বিষণ্ণতার ছাপ। খানিক অপ্রস্তুতও বটে। ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জামিন অযোগ্য ‘গ্রেপ্তারি পরোয়ানা’ জারি হয়েছিল আগে। হুগলির পুরশুড়ায় এক বেআইনি অর্থলগ্নি সংস্থার সেই কর্তা শেখ সারাফাত আলিকে অবশেষে গ্রেপ্তার করল পুলিস। শুক্রবার ধৃতকে ব্যাঙ্কশালের সেবির বিশেষ আদালতে তোলা হয়। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

বিতর্ক বিবাদ এড়িয়ে চলা প্রয়োজন। প্রেম পরিণয়ে মানসিক স্থিরতা নষ্ট। নানা উপায়ে অর্থ উপার্জনের সুযোগ। ... বিশদ


ইতিহাসে আজকের দিন

জাতীয় যুব দিবস
১৮৬৩: স্বামী বিবেকানন্দের জন্ম
১৯৩৪: মাস্টারদা সূর্য সেনের ফাঁসি
১৯৫০: কলকাতায় চালু হল চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৬০ টাকা ৭১.২৯ টাকা
পাউন্ড ৮৮.২২ টাকা ৯১.৪৩ টাকা
ইউরো ৭৯.৬৯ টাকা ৮২.৭০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩২,৬৬৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩০,৯৯০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩১,৪৫৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৯,৩০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৯,৪০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

আজ স্বামী বিবেকানন্দের ১৫৭তম আবির্ভাব দিবস
২৭ পৌষ ১৪২৫, ১২ জানুয়ারি ২০১৯, শনিবার, ষষ্ঠী ৩৯/১৫ রাত্রি ১০/৫। নক্ষত্র- পূর্বভাদ্রপদ ৫/৫০ দিবা ৮/৪৩, সূ উ ৬/২২/৫৮, অ ৫/৬/৩০, অমৃতযোগ দিবা ঘ ৭/৬ মধ্যে পুনঃ ৭/৪৯ গতে ৯/৫৭ মধ্যে পুনঃ ১২/৬ গতে ২/৫৮ মধ্যে পুনঃ ৩/৪০ গতে অস্তাবধি। রাত্রি ১/৪ গতে ২/৫০। বারবেলা ঘ ৭/৪৩ মধ্যে পুনঃ ১/৪ গতে ২/২৪ মধ্যে পুনঃ ৩/৪৪ গতে অস্তাবধি, কালরাত্রি ঘ ৬/৪৫ মধ্যে পুনঃ ৪/৪৩ গতে উদয়াবধি।
আজ স্বামী বিবেকানন্দের ১৫৭তম আবির্ভাব দিবস
২৭ পৌষ ১৪২৫, ১২ জানুয়ারি ২০১৯, শনিবার, ষষ্ঠী রাত্রি ৫/৫১/২৯। উত্তরভাদ্রপদনক্ষত্র অহোরাত্র। সূ উ ৬/২৪/১, অ ৫/৪/৪২, অমৃতযোগ দিবা ঘ ৭/৬/৪৪ মধ্যে ও ঘ ৭/৪৯/২৮ থেকে ঘ ৯/৫৭/৩৮ মধ্যে ও ১২/৫/৪৮ থেকে ২/৫৬/৪২ মধ্যে ও ৩/৩৯/২৫ থেকে ৫/৪/৫২ মধ্যে এবং রাত্রি ১/৪/২২ থেকে ঘ ২/৫০/৫৫ মধ্যে। বারবেলা ১/৪/৩৩ থেকে ২/২৪/৩৯ মধ্যে, কালবেলা ৭/৪৪/৭ মধ্যে ও ঘ ৩/৪৪/৪৫ থেকে ৫/৪/৫২ মধ্যে, কালরাত্রি ৬/৪৪/৪৬ মধ্যে ও ঘ ৪/৪৪/১৬ থেকে ৬/২৪/১০ মধ্যে।
 
এই মুহূর্তে
আজকের রাশিফল 
মেষ: বিতর্ক বিবাদ এড়িয়ে চলা প্রয়োজন। বৃষ: দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমনে ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
জাতীয় যুব দিবস১৮৬৩: স্বামী বিবেকানন্দের জন্ম১৯৩৪: 'মাস্টারদা' সূর্য সেনের ফাঁসি১৯৫০: ...বিশদ

07:03:20 PM

ভর সন্ধ্যায় শ্যুটআউট পার্কসার্কাসে
ভর সন্ধ্যায় পার্কসার্কাস স্টেশন সংলগ্ন এলাকায় গুলি করে খুন করা ...বিশদ

09:59:38 PM

কলকাতায় চিতা বাঘের চামড়া সহ ধৃত ২

শনিবার বিকালে উত্তর কলকাতার একটি বাড়ি থেকে চিতা বাঘের চামড়া ...বিশদ

06:20:00 PM

আইলিগ: নেরোকাকে ১-০ গোলে হারাল মোহন বাগান 

04:09:04 PM

পথ দুর্ঘটনায় জখম উঃদিনাজপুরের জেলাশাসক
পথ দুর্ঘটনায় জখম হলেন উঃদিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। তবে ...বিশদ

04:05:22 PM