খরচের চাপ এত বেশি থাকবে সে সঞ্চয় তেমন একটা হবে না। কর্মক্ষেত্রে নানান সমস্যা দেখা ... বিশদ
প্রাক্তন সাংসদ তথা আরএসপির সাধারণ সম্পাদক মনোজ চক্রবর্তী এক বিবৃতিতে বলেন, ঘরে বন্দি থাকাটাই এখন জরুরি। কিন্তু তাতে অসংগঠিত ক্ষেত্রের মানুষের রুজিতে টান পড়বে। তা নিয়ে কেন্দ্রের পরিকল্পনা ঘোষণা করা উচিত। তাতে ওইসব মানুষের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। এদিন আরওয়াইএফের তরফে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, লকডাউনের সময় নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষত, রেলপথ ও সড়কপথ বন্ধ থাকলে বাজারে তার প্রভাব পড়বে। সেদিকে নজর দিতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হয়েছে। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, এই সংক্রমণের হাত থেকে রক্ষা পেতে প্রথমিকভাবে যে কাজগুলি করা প্রয়োজন, সে সম্পর্কে সবাইকে যত্নবান হতে হবে। চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সঙ্গে বাম কর্মীদের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন তিনি।