খরচের চাপ এত বেশি থাকবে সে সঞ্চয় তেমন একটা হবে না। কর্মক্ষেত্রে নানান সমস্যা দেখা ... বিশদ
শুক্রবার নবান্নে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী নিজে। তিনি বলেন, করোনার জন্য মানুষ বড় সমস্যায় পড়েছেন। তাঁদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হল। যাঁরা দু’টাকা দরে পাঁচ কেজি চাল-গম পান, তাঁরা বিনা পয়সায় তা পাবেন। বর্তমানে মাথাপিছু তিন কেজি গম ও দু’ কেজি চাল দেওয়া হয় জাতীয় খাদ্যসুরক্ষা প্রকল্প ও একনম্বর রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের গ্রাহককে। তবে খাদ্য দপ্তর থেকে এ ব্যাপারে নির্দেশিকা জারি হবে। তখনই পুরো বিষয়টি আরও পরিষ্কার হবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় চান, গরিব মানুষ বিনা পয়সা চাল-গম পান।
মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খাদ্য দপ্তর সিদ্ধান্ত নিয়েছে, জরুরি কারণ ছাড়া কোনও কর্মী ছুটি পাবেন না। কারণ নতুন সিদ্ধান্ত কার্যকর করতে গিয়ে সচিবালয় সহ জেলার বিভিন্ন অফিসে কাজের চাপ বেড়ে যাবে। নতুন ডিজিটাল রেশন কার্ড পাঠানোর কাজ চলছে। ৭ কোটি ২০ লক্ষ রেশন গ্রাহকের আধার নম্বর সংযুক্তির কাজ শেষ। এই নতুন সিদ্ধান্তের জেরে খাদ্যশস্য নিয়ে যাতে কোনও অনিয়ম না হয়, তার উপর বিশেষ নজর রাখা হবে।
এদিকে, মুখ্যমন্ত্রী সরকারি দপ্তরে কর্মীদের উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামী সোমবার থেকে ৫০ শতাংশ কর্মীকে রোটেশন ভিত্তিতে কাজে লাগানো হবে বলে তিনি জানিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে এদিনই অর্থ দপ্তর নির্দেশিকা জারি করে বলেছে, গ্রুপ এ, বি, সি এবং ডি-তে ৫০ শতাংশ কর্মীকে রেখে কাজের নতুন রোস্টার তৈরি করতে হবে। সরকারের সচিবালয়, ডাইরেক্টরেট এবং আঞ্চলিক অফিসে এই ব্যবস্থা কার্যকর হবে। জরুরি কাজের সঙ্গে যুক্ত কর্মীদের এই ব্যবস্থায় আনা হচ্ছে না। নির্দেশে বলা হয়েছে, সরকারি দপ্তরে স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হবে। দর্শনার্থীদের আসা যতটা সম্ভব কমানো হবে। ফাইলের বদলের ই-অফিস করতে হবে। মিটিং না করে ভিডিও কনফারেন্সের উপরে জোর দেওয়া হবে।
করোনা ঠেকাতে পরিকাঠামো গড়তে স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড তৈরি করতে চলেছে রাজ্য সরকার। এব্যাপারে সোমবার বিস্তারিত ঘোষণা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। সেই তহবিলে যে কেউ আর্থিক সাহায্য করতে পারবেন। এখন মাস্ক, কিট, গ্লাভস, ইসিএমও মেশিন কেনার উদ্যোগ নিয়েছে সরকার। ইতিমধ্যেই সরকার ২০০ কোটি টাকার তহবিল গড়েছে। আরও বেশি পরিমাণে খরচ হবে বলে অনুমান করছে সরকার।
মাস্ক হাতের কাছে না পেলে গেঞ্জি কাপড় দিয়ে নাক-মুখ ঢাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর।- নিজস্ব চিত্র