বিদ্যার্থীদের বেশি শ্রম দিয়ে পঠন-পাঠন করা দরকার। কোনও সংস্থায় যুক্ত হলে বিদ্যায় বিস্তৃতি ঘটবে। কর্মপ্রার্থীরা ... বিশদ
রুদ্ধশ্বাস ফাইনালের অতিনাটকীয় পরাজয় হজম করতে অন্তত দুটো বছর লাগবে বলে জানিয়েছেন বিশ্বকাপে নিউজিল্যান্ডের সর্বাধিক উইকেট শিকারী বোল্ট। তিনি পেয়েছেন ১৭টি উইকেট। কিন্তু বোলিংয়ের সব সাফল্য যেন ম্লান হয়ে গিয়েছে বিশ্বকাপ খোয়ানোর হতাশায়। বোল্ট জানাচ্ছেন, তিনি আপ্রাণ চেষ্টা করবেন এই শোক কাটিয়ে উঠতে। আর সেটা ভুলতে সমূদ্র সৈকতে কুকুর নিয়ে হেঁটে যেতে চান তিনি! সাংবাদিকদের বোল্ট জানাচ্ছেন, ‘চার মাস পরে বাড়ি ফিরলাম। হতাশার আঁধার থেকে মনকে সরিয়ে রাখতে আমার প্রিয় কুকুরটাকে নিয়ে আগামী কয়েকদিন সমুদ্র সৈকতে হেঁটে বেড়াব। আমি নিশ্চিত ও আমার উপরে খুব বেশি রাগ করবে না।’ সেই সঙ্গে তিনি যোগ করেন, ‘অবিশ্বাস্য একটা ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে আমাদের। এটা এমন ব্যাপার নয় যে, দু-চারদিনে ভুলে যাব। এটা ভোলা খুবই কঠিন। হয়তো দু’বছর লেগে যাবে।’
নাটকীয় শেষ ওভারে ওভার থ্রোয়ে প্রতিপক্ষের ছয় রান পাওয়া, রান আউট মিস করা, সেখান থেকে টাই— এই সব মিলিয়ে নাটকীয় ওভারটি এখনও ভুলতে পারছেন না বোল্ট। বললেন, ‘হ্যাঁ, আমি এখনও শেষ ওভারটার ঘোরে রয়েছি। বিশ্বজয়ের এত কাছে এসে আজ পর্যন্ত কোনও দলকে ফিরে যেতে হয়নি। কেবল কিউয়ি সমর্থকরা নয়, অন্য ক্রিকেট ফ্যানরাও চেয়েছিল আমরাই জিতি। সবাইকে দুঃখ দেওয়ার জন্য সত্যিই আমি দুঃখিত।’