দেশ

যোগীর প্রশ্রয়েই অনগ্রসরদের জমি লুট অযোধ্যায়,  দাবি অখিলেশের

লখনউ:  বড় বড় ব্যবসায়ীরা অযোধ্যায় পিছিয়ে পড়া শ্রেণির জন্য সংরক্ষিত জমি কেড়ে নিতে শুরু করেছে। আর  মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ ও মদতেই এই জমি হাতিয়ে নেওয়ার কারবার চলছে।  সোমবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (সপা)। 
সোমবার অখিলেশ এবং সপার পক্ষ থেকে অযোধ্যার দু’পক্ষের একটি মারামারির ভিডিও প্রকাশ করা হয়। সেইসঙ্গে একটি ব্যবসায়ীক গোষ্ঠী ও কৃষকদের গোলমাল সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদনও পোস্ট করে সপা অভিযোগ তুলেছে, জমির দখল নিয়েই এই মারামারি। তাদের অভিযোগ, অযোধ্যায় মুখ্যমন্ত্রীর প্রশ্রয় ও নির্দেশেই শিল্পপতিরা দলিত ও অনগ্রসর শ্রেণির কৃষকদের জমি কেড়ে নিচ্ছেন। এরপরেই পুলিস জানায়, ওই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে জমি কেড়ে নেওয়ার অভিযোগ ঠিক নয়। কোনও ব্যবসায়িক সংস্থার নাম করেনি সপা। তবে একটি ব্যবসায়ির গ্রুপের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘একজন কৃষক ওই জমি আমাদের বিক্রি করেছেন। ওই জমির দখল নিতে গেলে আমাদের কর্মীদের লাঠিসোটা নিয়ে আক্রমণ করে একদল গুণ্ডা।’ এই ঘটনায় যোগী সরকারকে এক হাত নিয়েছেন অখিলেশ। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, অযোধ্যায় কৃষকদের আটক করা হচ্ছে,আর স্বস্তি দেওয়া হচ্ছে শিল্পপতিদের। উত্তরপ্রদেশে কোনও সরকার আছে না রিটায়ার করেছে? 
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা