দেশ

হরিয়ানায় মুখ্যমন্ত্রী মুখ সাইনিই, বার্তা বিজেপির

চণ্ডীগড়: অনিল ভিজ নন, হরিয়ানায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নায়েব সিং সাইনিই। সোমবার তা স্পষ্টভাবে জানিয়ে দিল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান জানান, সাইনিকে মুখ্যমন্ত্রী মুখ করেই বিধানসভা নির্বাচনে লড়বে গেরুয়া শিবির। এবং তাঁর নেতৃত্বেই বিজেপি টানা তৃতীয়বারের জন্য হরিয়ানায় ক্ষমতা আসবে। 
একদিন আগেই, গত রবিবার ছ’বারের বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী ভিজ জানান, দল ক্ষমতায় এলে তিনি মুখ্যমন্ত্রী হতে চান। ভিজের এই বক্তব্য ঘিরে প্রবল অস্বস্তিতে পড়ে বিজেপি নেতৃত্ব। বিধানসভা নির্বাচনের আগে হরিয়ানায় পদ্ম শিবিরের অন্তর্দ্বন্দ্বও প্রকাশ্যে চলে আসে। তড়িঘড়ি বিজেপি ড্যামেজ কন্ট্রোলে নামল বলে মনে করছে রাজনৈতিক মহল। ভিজের মন্তব্য নিয়ে জানতে চাওয়া হলে ধর্মেন্দ্রর জবাব, ‘দলের কর্মী হিসেবে উনি একথা বলতেই পারেন।’
চলতি বছরের মার্চে মনোহরলাল খট্টরকে সরিয়ে মুখ্যমন্ত্রী হন সাইনি। মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে থাকলেও শিকে ছে঩ড়েনি ভিজের। উল্টে সাইনি মুখ্যমন্ত্রী হওয়ার পর মন্ত্রিত্ব থেকেও বাদ পড়েন ভিজ। রবিবার ভিজ জানান, সবচেয়ে প্রবীণ বিধায়ক হলেও এতদিন ধরে দলের কাছে তিনি কিছুই চাননি। রাজ্যের মানুষ চাইছেন তাঁকে মুখ্যমন্ত্রী করা হোক। মুখ্যমন্ত্রী হলে হরিয়ানার ভোল বদলে দেবেন বলেও দাবি করেন ৭১ বছর বয়সি এই নেতা। তবে শেষ পর্যন্ত তাঁকে মুখ্যমন্ত্রী করা হবে কি না, সেই 
সিদ্ধান্ত হাইকম্যাান্ডের উপরেই ছেড়েছিলেন ভিজ।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা