দেশ

নিশানা শুধু কংগ্রেসকে, ইন্ডিয়া শরিকদের সমর্থন আদায়ে কৌশল বিজেপি নেতৃত্বের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইন্ডিয়া জোটে ফাটল কিংবা মতানৈক্যের আশায় বিজেপি। লোকসভা ভোটের পর কি ইন্ডিয়া জোটে সেই সমন্বয় এবং ঐক্য নেই বলেই মনে করছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। দলকে তাই বলা হয়েছে, ইন্ডিয়া জোটে কংগ্রেস ছাড়া কয়েকটি আঞ্চলিক দলকে খুব বেশি আক্রমণ করার প্রয়োজন নেই। রাজনৈতিক দূরত্ব যতটা থাকবে, সেটা বজায় রেখে ইস্যুভিত্তিক আক্রমণ করা হবে। কিন্তু মূলত কংগ্রেসের দিকেই আক্রমণের অভিমুখ বেশি থাকবে। বিজেপি সূত্রের খবর, ইন্ডিয়া জোটের অন্তত তিনটি দল সম্পর্কে বিজেপি নেতৃত্ব মনে করছে যে, তাদের ভবিষ্যতে পাশে পাওয়া যেতে পারে। এমনকী সংসদের অধিবেশনে বেশ কয়েকটি বিরোধী দল সরকারের আনা বিল সমর্থন করতে পারে কিংবা আপত্তি থাকলে গরহাজির হতে পারে ভোটাভুটিতে। অর্থাৎ সরাসরি বিলের বিপক্ষে ভোট দেবে না। কারণ হিসেবে বিজেপি সূত্রে বলা হচ্ছে, লোকসভা ভোটের পর থেকেই দেখা যাচ্ছে ইন্ডিয়া জোটে কোনও সমন্বয় নেই। বিশেষ করে রাহুলকে আগামী দিনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী তুলে ধরে কংগ্রেস যে প্রচার করছে, সেটাকে গ্রহণ করছে না ইন্ডিয়ার অন্য শরিকরা। 
লোকসভা ভোটের পর থেকে ইন্ডিয়া জোটের দলগুলির মধ্যে কোনও বৈঠক, কর্মসূচি, যৌথ সভা করতে দেখা যায়নি। এমনকী জোটের সদস্য হওয়া সত্ত্বেও রাজ্যস্তরে পারস্পরিক আক্রমণপর্ব চলছে। সম্প্রতি তামিলনাড়ুতে দেখা গিয়েছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিএমকের সঙ্গে ইতিবাচক সম্পর্কের বার্তা দিয়েছেন। আবার ঝাড়খণ্ডে বিমানবন্দরে ইন্ডিয়া জোটের নেতা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন দেখা করেন তাঁর সঙ্গে। দু’জনকে একসঙ্গে সহাস্যে ছবি তুলতে দেখা যায়। তাই রবিবার থেকেই জোরদার চর্চা শুরু হয়েছে যে, বিজেপি হঠাৎ করে কি ইন্ডিয়া জোটের মধ্যে থেকেই বন্ধু খোঁজার চেষ্টা করছে? এমনকী জানা গিয়েছে, আপাতত বিজেপি অপারেশন লোটাস নিয়েও ঝাঁপাচ্ছে না। -ফাইল চিত্র
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা