দেশ

রাহুলের জিভ কাটলে ইনাম ১১ লক্ষ টাকা, সিন্ধে-সেনা বিধায়কের মন্তব্যে বিতর্ক

মুম্বই:  কুকথার দৌলতে শিরোনামে শিবসেনা (সিন্ধে গোষ্ঠী) বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়। রাহুল গান্ধীর জিভ কাটলে ১১ লক্ষ টাকা ইনাম ঘোষণা করেছেন তিনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের দলের এই নেতার এমন বেলাগাম মন্তব্য ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কংগ্রেস।
 সম্প্রতি আমেরিকা সফরে গিয়ে দেশে সংরক্ষণ নিয়ে লোকসভার বিরোধী দলনেতা যে মন্তব্য করেছেন, তার প্রেক্ষিতেই এই ‘শাস্তির’ নিদান দিয়েছেন সঞ্জয় । প্রসঙ্গত, জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের সঙ্গে কথা প্রসঙ্গে রাহুল বলেছেন, দেশে সামাজিক ন্যায়ের পরিবেশ তৈরি হলে তবেই সংরক্ষণ বাতিলের কথা ভাবা হবে। বুলধানার বিধায়ক সঞ্জয়ের দাবি, আদিবাসী ও সামাজিকভাবে অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণ তুলে দিতে চান রাহুল। তাঁর এই মন্তব্য কংগ্রেসের মুখোশ খুলে দিয়েছে।  সঞ্জয় বলেছেন, ‘মহারাষ্ট্র এবং সারা দেশে সংরক্ষণের পক্ষে আমরা জোরাল দাবি জানাচ্ছি। অথচ দেশ থেকে সংরক্ষণ তুলে দেওয়ার কথা বলছেন রাহুল। লোকসভা নির্বাচনের সময়ে ভোট পাওয়ার জন্য তিনি মিথ্যাচার করেছেন। আর এখন উল্টো কথা বলছেন। তাই বলছি, কেউ রাহুল গান্ধীর জিভ কেটে ফেলতে পারলে আমার পক্ষ থেকে তিনি ১১ লক্ষ টাকা ইনাম পাবেন।’ 
সিন্ধেপন্ধী শিবসেনার দলের এই বিধায়কের মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে। একজন জনপ্রতিনিধির এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য দাবি জানিয়েছে কংগ্রেস। মহারাষ্ট্র কংগ্রেসের মুখপাত্র অতুল লন্ধে বলেছেন, ‘সঞ্জয় গায়কোয়াড় সভ্য সমাজ ও রাজনীতিতে থাকার যোগ্য নন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ তাঁর বিরুদ্ধে খুনের অভিযোগ আনেন কি না, এখন সেটাই দেখার।’ কংগ্রেসের অন্য এক নেতা ভাই জগতাপ বলেছেন, ‘সঞ্জয়ের মতো লোকজনের জন্যই রাজনীতি কলুষিত হচ্ছে।’ অপরদিকে, বিতর্ক এড়াতে এই বিষয় থেকে দূরত্ব বজায় রাখার কৌশল নিয়েছে বিজেপি। রাজ্যের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে বলেছেন, ‘সঞ্জয়ের এই মন্তব্যকে আমি সমর্থন বা অনুমোদন করছি না।’
এবারই অবশ্য প্রথম নয়। অতীতেও সঞ্জয় বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি এক পুলিস কর্মীকে দিয়ে নিজের ব্যক্তিগত গাড়ি ধোয়াতে দেখা গিয়েছে এই বিধায়ককে। আর একবার তিনি দাবি করেছিলেন, ১৯৮৭ সালে বাঘ শিকার করেছিলেন। যা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের পরিপন্থী। সঞ্জয়কে তাই সমস্যায় পড়তে হয়েছিল।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা