দেশ

ত্রিপুরায় ‘অনুপ্রবেশ’ বাংলাদেশি হাতির? ধন্দ

বিশেষ সংবাদদাতা, আগরতলা: সীমান্ত এলাকায় তাণ্ডব চালাচ্ছিল হাতি। শেষপর্যন্ত হাতিটিকে উদ্ধার করা হয়েছে। কিন্তু কোথা থেকে হাতিটি ত্রিপুরার ওই এলাকায় এল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। 
গত ১১ সেপ্টেম্বর বাংলাদেশ সীমান্ত লাগোয়া ঊণকোটি জেলার কৈলাসশহরে ঢুকে পড়ে একটি হাতি। তার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় ছাগলডেমার বহু ঘরবাড়ি, জমির ফসল। কৈলাসশহর বনদপ্তরের দ্বারস্থ হন গ্রামবাসীরা। হাতিটিকে উদ্ধার করে বনবিভাগ। রাংরুং গ্রামে প্রাথমিক চিকিৎসার পর হাতিটিকে ধলাই জেলার মুঙ্গিয়াকামি রিজার্ভ ফরেস্টে পাঠানো হয়। এর পরেই প্রশ্ন ওঠে, হাতিটি এল কোথা থেকে? গ্রামবাসীদের অনুমান, সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েছে হাতিটি। তাঁরা জানিয়েছেন, হাতিটির শরীরে বহু ক্ষতচিহ্ন রয়েছে। সম্ভবত সীমান্তের কাঁটাতারেই জখম হয় গজরাজ। পাশাপাশি, ভারতে মালিককে চিহ্নিত করতে হাতিদের শরীরে মাইক্রোচিপ বসানো থাকে। কিন্তু উদ্ধার হওয়া হাতির শরীরে এমন কোনও মাইক্রোচিপ মেলেনি। বাংলাদেশ সরকার হাতি চিহ্নিত করতে কোনও মাইক্রোচিপ ব্যবহার করে না। ফলে হাতিটি ওপার বাংলা থেকে এদিকে চলে আসতে পারে বলে অনুমান। এদিকে, হাতি উদ্ধারের খবর চাউর হতেই কৈলাসশহরের বনদপ্তরের দ্বারস্থ হন বেশ কয়েকজন। তাঁরা প্রত্যেকেই নিজেদের হাতিটির মালিক বলে দাবি করেন। বনদপ্তরের আধিকারিক অর্ধেন্দু বিকাশ দাস বলেন, ‘বর্তমানে হাতিটির চিকিৎসা চলছে। তবে সেটি বাংলাদেশ থেকে এসেছে কি না, সেব্যাপারে এখনও নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।’ যদিও এই ঘটনায় সীমান্তের       নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।  নিজস্ব চিত্র
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা