দেশ

জম্মু-কাশ্মীরে প্রথম দফার ভোটপ্রচার শেষ

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের বিশেষ ক্ষমতা প্রত্যাহারের পর কেটে গিয়েছে পাঁচটি বছর। ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর এই প্রথম ভূস্বর্গে ভোট গ্রহণ হতে চলেছে। সেই ভোট গ্রহণ ঘিরে প্রস্তুতি এখন তুঙ্গে। নবগঠিত জম্মু ও কাশ্মীরে ৯০টি বিধানসভা আসন রয়েছে। এরমধ্যে ৭টি তফসিলি জাতি এবং ৯টি তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। এবার তিনদফায় ভোট গ্রহণ করা হবে। প্রথম দফার নির্বাচন বুধবার। পরবর্তী দু’দফার ভোট ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর। ৮ অক্টোবর গণনা। সোমবারই শেষ হল সেই পর্বের ভোট প্রচার। ভালো ফলের ব্যাপারে আশাবাদী ন্যাশনাল কনফারেন্স। সোমবার দলের সহ সভাপতি ওমর আবদুল্লা বলেন, ‘ন্যাশনাল কনফারেন্স প্রার্থীদের পক্ষে এবার ভালোই ভোট পড়বে। তাঁরা জয়ী হবেন।’
এবার কংগ্রেসের সঙ্গে জোট করে ভোটে লড়ছে ওমরের দল। তাদের প্রতিপক্ষ বিজেপি ও মেহবুবা মুফতির পিডিপি। যদিও এই দলগুলিকে প্রতিপক্ষ মনেই করছেন না ওমর। তাঁর মতে, ইঞ্জিনিয়ার রশিদই ন্যাশনাল কনফারেন্সের মূল প্রতিপক্ষ। তাই বারামুলার সাংসদ রশিদের বিরুদ্ধে সুর চড়িয়ে ওমর বলেন, ‘ওঁর টিকি অন্যত্র বাঁধা রয়েছে। তিনি অন্য কোনও জায়গা থেকে সঙ্কেত পাচ্ছেন। তাই ওরা বেছে বেছে ন্যাশনাল কনফারেন্সের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে। তবে এতে কোনও সমস্যা নেই। আমরা এসবের মোকাবিলা করব।’ সন্ত্রাসে আর্থিক মদতের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন রশিদ। ২০২৪ লোকসভা নির্বাচনে জেলের মধ্য থেকেই ভোটে লড়েছিলেন তিনি। ওমর আবদুল্লাকে ২ লক্ষ ৪ হাজার ভোটে হারিয়ে দেন তিনি। 
সম্প্রতি আওয়ামি ইত্তেহাদ পার্টি নামে দল গঠন করেছেন তিনি। ভোট প্রচারের জন্য গত সপ্তাহে তাঁকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রথম থেকেই এই দলের বিরুদ্ধে বিজেপিকে সুবিধা করে দেওয়ার অভিযোগ উঠেছে। ওমর আবদুল্লাও ঠারেঠোরে সেকথাই বুঝিয়ে দিয়েছেন। একই অভিযোগ মেহবুবারও। এই নিয়ে সোমবার রশিদ বলেন, ‘যাঁরা আমাকে বিজেপির প্রক্সি বলছেন, তাঁদের লজ্জা পাওয়া উচিত। আমিই একমাত্র বিজেপির হাতে নিগ্রহের শিকার। ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর ওমর এবং মেহবুবাকে কয়েক মাস এসকেআইসিসি-তে রাখা হয়েছিল। আমিই একমাত্র তিহার জেলে ছিলাম।’ 
এদিকে গত ৪০ বছরে কাশ্মীরে কোনও উন্নয়ন হয়নি বলে দাবি করলেন সোপোরের নির্দল প্রার্থী আজাজ গুরু। সংবাদসংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, ‘আমার ৫৮ বছর বয়স। এতদিন কাশ্মীরের কোনও উন্নতি আমার নজরে পড়েনি। রাস্তাঘাট নেই। যানজট বেড়েছে। বিদ্যুতের সমস্যা রয়ে গিয়েছে। চাকরি নেই।’ সংসদে হামলা মামলায় ফাঁসি হয়েছে আফজল গুরুর। আজাজ তাঁরই ভাই। 
কিস্তওয়ারের জনসভায় অমিত শাহ। সোমবার পিটিআইয়ের তোলা ছবি।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা