বিদেশ

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি টক্কর কমলা-ট্রাম্পের, ইঙ্গিত মিলবে আজই

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে নিউ হ্যাম্পশায়ারের একটি ছোট শহরের ফলাফল। সেখানে ব্যালট খুলতেই দেখা গিয়েছে, ছ’টির মধ্যে তিনটি ভোট গিয়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। বাকি তিনটি ভোট পেয়েছেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। প্রাথমিক ফলাফল থেকেই বোঝা যাচ্ছে, লড়াইটা হবে সমানে সমানে। অধিকাংশ প্রদেশে মঙ্গলবার ভারতীয় সময় বিকেল সাড়ে চারটেয় শুরু হয়েছে ভোটগ্রহণ। শেষ হবে আজ সকাল সাড়ে সাতটা নাগাদ। তবে টাইম জোনের নিরিখে পূর্ব দিকে থাকা প্রদেশগুলিতে আগে মতামত জানানোর সুযোগ পেয়েছেন বৈধ ভোটাররা। ভোটগ্রহণ পর্ব শেষের আগেই অবশ্য নির্বাচন পরবর্তী সমীক্ষা প্রকাশ করেছে একাধিক মার্কিন সংবাদমাধ্যম। সমীক্ষার প্রাথমিক ইঙ্গিত বলছে, একে অপরকে হাড্ডাহাড্ডি টক্কর দিতে চলেছেন ট্রাম্প-কমলা। ভোটগ্রহণ শেষেই শুরু হবে গণনা। শুরুতে প্রাথমিক ধারণা মিললেও চূড়ান্ত ফলাফল প্রকাশ্যে আসতে বেশ কয়েকদিন সময় লাগতে পারে বলে মত আন্তর্জাতিক মহলের। 
নিউ হ্যাম্পশায়ারের ছোট শহর ডিক্সভিল নচ। গত কয়েক দশক ধরে এখানেই শুরু হয়েছে সশরীরে ভোটদানের প্রক্রিয়া। এবারও তার অন্যথা হয়নি। সোমবার মার্কিন সময় মধ্যরাতে ভোটাধিকার প্রয়োগ করেন ছ’জন ভোটার। কিছুক্ষণের মধ্যেই শেষ হয় গণনা। কমলা ও ট্রাম্প তিনটি করে ভোট পেয়েছেন।
মার্কিন নির্বাচনে ‘নির্ণায়ক’ ভূমিকা পালন করবে পেনসিলভেনিয়া, মিশিগান সহ সাতটি ‘সুইং’ স্টেট। এই প্রদেশগুলির মানুষ মুহূর্তের মধ্যে নিজেদের মতামত বদল করে থাকেন। তাই শুরু থেকেই এই সাতটি প্রদেশে জোরদার প্রচার করেছেন দুই প্রতিদ্বন্দ্বী। তবে জনমতের নিরিখে জয়ী প্রার্থী সাদা বাড়ির পরবর্তী বাসিন্দা নাও হতে পারেন। এক্ষেত্রে শেষ সিদ্ধান্ত নেবে ৫০টি প্রদেশের ৫৩৮ ইলেক্টরদের ‘ইলেক্টোরাল কলেজ’। ভোট বিশ্লেষক মার্ক হালপেরিন জানাচ্ছেন, অ্যারিজোনা, উত্তর ক্যারোলিনা ও জর্জিয়ায় কঠিন লড়াইয়ের মুখে পড়তে পারেন কমলা হ্যারিস। তবে পেনসিলভেনিয়ায় ডেমোক্র্যাট প্রার্থীর জয়ের সম্ভাবনা প্রবল। তবে আর এক গুরুত্বপূর্ণ প্রদেশ উইসকনসিনে হারের মুখ দেখলে কমলার প্রথম মহিলা মার্কিন প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন চুরমার। অন্যদিকে, ট্রাম্পকে উত্তর ক্যারোলিনায় নিজের জয় নিশ্চিত করতেই হবে। 
২০২০ সালের নির্বাচনে জর্জিয়ায় জয়ী প্রার্থী জো বাইডেনের পক্ষে গিয়েছিল ৪৯.৫ শতাংশ ভোট। ট্রাম্প পেয়েছিলেন ৪৯.৩ শতাংশ। এর মাধ্যমেই এই প্রদেশে রিপাবলিকান পার্টির ২৫ বছরের আধিপত্য শেষ হয়েছিল। সম্প্রতি একাধিক সমীক্ষা অবশ্য জানাচ্ছে, এবার গাধার পরিবর্তে হাতিকেই বেছে নেবেন জর্জিয়াবাসী। অ্যারিজোনায় অবশ্য ১৯৫২ সালের ভোটের পর থেকে মাত্র দু’বার ইলেক্টোরাল কলেজের ভোট পেয়েছে ট্রাম্পের দল। উইসকনসিনের অঙ্কটা অবশ্য অন্যরকম। ১৯৮৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত ডেমোক্র্যাটদেরই সমর্থন জানিয়েছেন ভোটাররা। ২০১৬ নির্বাচনে সকলকে অবাক করে জয়ী হন রিপাবলিকান ট্রাম্প। পরবর্তী নির্বাচনে অবশ্য তাঁর থেকে মাত্র ০.৭ শতাংশ ভোট বেশি পেয়েছিলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
27d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা