কলকাতা

শহরে মোতায়েন পাঁচ হাজার পুলিস, ছটের জন্য আজ রাত ৮টা থেকে বন্ধ থাকবে রবীন্দ্র, সুভাষ সরোবর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাল, বৃহস্পতিবার ছটপুজো। হাইকোর্টের নির্দেশে রবীন্দ্র এবং সুভাষ সরোবর এই পুজোয় ব্যবহার করা যাবে না। তাই আজ, বুধবার থেকেই সর্বসাধারণের জন্য বন্ধ হয়ে যাবে এই দুই সরোবর। আজ রাত ৮টার পর সরোবরের সব ক’টি গেট বন্ধ করে দেওয়া হবে। ৮ নভেম্বর, শুক্রবার দুপুর ১২টা থেকে ফের সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে সরোবর। আজ দুপুর থেকে রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবরের নিরাপত্তায় প্রায় ১৫০ পুলিসকর্মীকে মোতায়েন করছে লালবাজার। সংশ্লিষ্ট ডিভিশনের একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে ছ’টি গেটে থাকছে বিশেষ পাহারা। 
হাইকোর্টের নির্দেশে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছটপুজোর অনুষ্ঠান বন্ধ। জলদূষণ রুখতেই এই নির্দেশ দেওয়া হয়। রবীন্দ্র সরোবরের পরিবর্তে গল্ফগ্রিন, কসবা, যাদবপুর এলাকার বেশ কিছু অস্থায়ী জলাশয়ে পুজোর আয়োজন করা হয়। কিন্তু, অতীতে দেখা গিয়েছিল রবীন্দ্র সরোবরের পিছন দিকের গেট টপকে লেক গার্ডেনস স্টেশনের পাশ দিয়ে ঢুকে যেত অনেকেই। হাইকোর্টের নির্দেশের পরে ছটপুজোর সময়ে গোটা সরোবর চত্বর সকলের জন্য বন্ধ করে দেওয়া হয়। লালবাজার জানিয়েছে, রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবর সহ শহরের মোট ৯টি জলাশয়ে ছটপুজো করায় নিষেধাজ্ঞা রয়েছে। তাই প্রতিটি জলাশয় চত্বরের চারপাশ পুলিস দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে আজ থেকেই। 
বিভিন্ন ছোট পুকুর, ঘাট, অস্থায়ী ঘাট মিলিয়ে ১০০টি জায়গায় ছটপুজোর অনুমতি দেওয়া হয়েছে। সেই সমস্ত এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবে স্থানীয় থানা। ছটপুজো উপলক্ষ্যে শহরজুড়ে মোট পাঁচ হাজার বাড়তি ফোর্স মোতায়েন করা হচ্ছে। একই সঙ্গে নিষিদ্ধ শব্দবাজির দাপট রুখতেও তৎপর পুলিস। ঘাট চত্বরে সাদা পোশাকের পুলিস বাহিনী মোতায়েন করেছে লালবাজার। পুলিস সূত্রে খবর, ছটপুজো দিতে যাওয়ার সময় ছোট ছোট লরি থেকে শব্দবাজি ছুড়ে দেওয়ার ঘটনা ঘটে। এরকম কোনও ঘটনা ঘটলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজ, বুধবার বাজে কদমতলা ঘাট, তক্তাঘাট সহ ছটের জন্য প্রস্তুত হওয়া বিভিন্ন ঘাট পরিদর্শনে যাওয়ার কথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমারের। একইসঙ্গে থাকতে পারেন লালবাজারের আধিকারিকরাও। - নিজস্ব চিত্র
3h 3m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা