খেলা

বড় জয়ে চোখ বার্সেলোনা, বায়ার্নের

বেলগ্রেড: জার্মান কোচ হান্স ফ্লিকের প্রশিক্ষণে দারুণ ছন্দে বার্সেলোনা। লা লিগায় ১২ ম্যাচের মধ্যে ১১টিতে জিতে লিগ তালিকায় শীর্ষে কাতালন ক্লাবটি। পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে তিন ম্যাচের মধ্যে দু’টিতে জয় পেয়েছে তারা। এরমধ্যে শেষ ম্যাচে বায়ার্ন মিউনিখকে ৪-১ ব্যবধানে দুরমুশ করেছেন রবার্ট লিওয়ানডস্কিরা। সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ ছয় ম্যাচে ২২বার প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন বার্সা অ্যাটাকাররা। বুধবার সেই ছন্দ ধরে রেখে অ্যাওয়ে ম্যাচে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডের বিরুদ্ধে জয় নিয়ে মাঠ ছাড়াই লক্ষ্য লামিনে ইয়ামাল-ডানি ওলমোদের। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের প্রথম তিন ম্যাচেই হারের মুখ দেখেছে সার্বিয়ান ক্লাবটি। তাই বার্সেলোনার বিরুদ্ধে হার এড়ানোই চ্যালেঞ্জ তাদের।
২০১৪-১৫ মরশুমে শেষবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পায় বার্সা। তারপর ব্যর্থতা ছাড়া কিছুই জোটেনি তাদের কপালে। এরমধ্যে তো দু’বার গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় কাতালন ক্লাবটিকে। তবে চলতি মরশুমে হান্স ফ্লিকের হাত ধরে আবারও ইউরোপ সেরার স্বাদ পেতে মরিয়া তারা। রক্ষণ থেকে আপফ্রন্ট— সব বিভাগেই একাধিক নির্ভরযোগ্য ফুটবলার রয়েছেন। সব থেকে বড় কথা, গোটা দলটিকে এক সুতোয় গাঁথতে সফল কোচ ফ্লিক। তবে এখনও দলে উন্নতির অবকাশ রয়েছে বলেই মত তাঁর। বললেন, ‘বায়ার্ন ও রিয়াল ম্যাচ জয়ের পর ছেলেরা মোটেই আত্মতুষ্ট হয়ে পড়েনি। কাতালন ডার্বি জয় তারই প্রমাণ। দ্বিতীয়ার্ধে কিছুটা গা-ছাড়া মনোভাব দেখা গেলেও, ম্যাচ থেকে ছেলেরা হারিয়ে যায়নি। তবে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ের আগে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। আমাদের লক্ষ্য, প্রতিনিয়ত উন্নতি করা।’ এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের আসরে রেড স্টার বেলগ্রেডের মুখোমুখি হবে বার্সা। অচেনা প্রতিপক্ষকে মোটেই হাল্কাভাবে নিচ্ছেন না বার্সা কোচ।
দিনের অপর ম্যাচে ঘরের মাঠে বেনফিকার মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। বার্সার কাছে হারের ধাক্কা কাটিয়ে ঘরোয়া ফুটবলে দারুণ ভাবে লড়াইয়ে ফেরে ভিনসেন্ট কোম্পানির ছেলেরা। শেষ তিন ম্যাচে ১২ গোল করেছেন হ্যারি কেনরা। বেনফিকার বিরুদ্ধেও সেই ধারা বজায় রাখাই লক্ষ্য জার্মান ক্লাবটির। এদিকে, দীর্ঘ সময় বাদে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমে শুরুটা দারুণ করেছে অ্যাস্টন ভিলা। প্রথম তিন ম্যাচেই জয় পেয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। তবে গত দু’টি ম্যাচে হারের মুখ দেখেছে তারা। বুধবার ক্লাব ব্রাগের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া এমিলিয়ানো মার্তিনেজরা। বুধবার অন্য এক ম্যাচে ইন্তার মিলানের মুখোমুখি হবে আর্সেনাল।
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা