খেলা

কৃষ্ণাদের সামলাতে তৈরি মোলিনার রক্ষণ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওড়িশা এফসি’র বিরুদ্ধে ট্র্যাক রেকর্ড যথেষ্ট ভালো মোহন বাগানের। আগের ১৩টি সাক্ষাতে ৬ বার জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে সবুজ-মেরুন ব্রিগেড। পাঁচটি ম্যাচ ড্র ছাড়াও ওড়িশা জিতেছে দু’টিতে। তবে গত আইএসএলের সেমি-ফাইনালের প্রথম লেগে হারেন দিমিত্রিরা। সেই স্মৃতি এখনও টাটকা। তাই রবিবার অ্যাওয়ে ম্যাচে ওড়িশা এফসি’র মুখোমুখি হওয়ার আগে যথেষ্ট সাবধানী কোচ হোসে মোলিনা। তার বড় কারণ, রয় কৃষ্ণা-ডিয়েগো মরিসিও ও হুগো বোমাস সমৃদ্ধ আক্রমণভাগ। সাত ম্যাচে আট পয়েন্ট নিয়ে তারা লিগ টেবিলের নয় নম্বরে থাকলেও যে কোনও দিন ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। তাই রক্ষণ জমাট রেখেই আক্রমণের পরিকল্পনা রয়েছে মোহন বাগান কোচ মোলিনার। 
মঙ্গলবার ক্লাব তাঁবুতে ছিল দলের কিট স্পনসর সংস্থার ফটোশ্যুট। তাই অনুশীলন হল মেরেকেটে ঘণ্টাখানেক। ছোট প্র্যাকটিস সেশনে বেশিরভাগ সময়ই ডিফেন্ডারদের দিকেই জোর দিলেন মোলিনা। কখনও উইং থেকে তো, কখনও ডাউন দ্য মিডল ওঠা কামিংস, ম্যাকলারেনদের আক্রমণ রুখলেন টম আলড্রেড ও আলবার্তো রডরিগেজরা। এরপর বাকি সময় সেটপিস অনুশীলন। চলতি মরশুমে ডেডবল সিচুয়েশন থেকে বেশ কয়েকটি গোল তুলে নিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। ওড়িশার বিরুদ্ধেও সেই অস্ত্রে শান দিয়ে রাখলেন স্প্যানিশ কোচ। তবে গ্রেগ স্টুয়ার্টের চোটে সেই মহড়ার ষোলো কলা পূর্ণ হল না। কারণ, এদিনও পায়ে স্ট্র্যাপ লাগিয়ে মাঠে নেমেছিলেন তিনি। ডান পায়ে শট মারলেও বাঁ পা এখনো আড়ষ্ট। মূল দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। তবে ওড়িশার বিরুদ্ধে স্টুয়ার্টের মাঠে নামার বিষয়ে আশাবাদী থিঙ্কট্যাঙ্ক। তিনি একান্তই না পারলে শুরু করবেন দিমিত্রি পেত্রাতোস।
49m 54s ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা