খেলা

হেক্টরকে ছাড়াই মিনি ডার্বির পরিকল্পনা সাজাচ্ছেন ব্রুজোঁ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোটের জন্য দেশে ফিরে গিয়েছেন হেক্টর ইউস্তে। কবে ইস্ট বেঙ্গল শিবিরে যোগ দেবেন তিনি? সূত্রের খবর, মিনি ডার্বিতে নেই হেক্টর। মঙ্গলবারের অনুশীলনে স্প্যানিশ ডিফেন্ডারকে পরিকল্পনার বাইরে রেখেই প্রস্তুতি সারলেন ব্রুজোঁ। সেক্ষেত্রে ফ্রাঙ্কা, অ্যালেক্সিসদের বিরুদ্ধে একমাত্র বিদেশি ডিফেন্ডার হিজাজি মাহেরই ভরসা স্প্যানিশ কোচের। গত ম্যাচে ওড়িশার বিরুদ্ধে লাল কার্ড দেখায় মিনি ডার্বিতে নেই প্রভাত লাকরা। তাঁর বদলে লেফট উইং ব্যাকে আরও একবার খেলবেন লালচুংনুঙ্গা।
মঙ্গলবার বিকেলে ঘরের মাঠে অনুশীলন সারলেন নাওরেম মহেশ, শৌভিক চক্রবর্তীরা। দেদার খুনসুটিতে চনমনে ভাব স্পষ্ট। এএফসি চ্যালেঞ্জ লিগের পর তালালরা অনেক বেশি আত্মবিশ্বাসী। তবে ভুটান থেকে জয়ের ছন্দ নিয়ে ফেরা অস্কার ব্রুজোঁ বেশ চিন্তায়। কারণ, আইএসএলে জয়ের মুখ দেখেনি ইস্ট বেঙ্গল। শনিবার সন্ধ্যায় না জিতলে সুপার সিক্সের আশা ভ্যানিশ।
মঙ্গলবার অনুশীলন শুরুর আগে ড্রেসিং-রুমে প্রায় ৪৫ মিনিট ফুটবলারদের ক্লাস নিলেন হেডস্যার। ভুলত্রুটি শুধরে দেওয়ার পাশাপাশি শনিবারের মহারণের রণকৌশল নিয়েও প্রথমিক আলোচনা সেরে নেওয়া হল। বল পায়ে অনুশীলনের সময় দলকে তিন ভাগে ভাগ করে নেন লাল-হলুদ কোচ। প্রথম দু’টি দল শর্ট পাস অনুশীলন করলেও অপর দলটিকে ছোট জায়গায় সিচুয়েশন মুভ করানো হয়। তিনটি দলের ফুটবলাররা ঘুরিয়ে ফিরিয়ে তিন জায়গায় গা ঘামালেন। সবমিলিয়ে মিনি ডার্বি জিততে প্রেসিং ফুটবলই প্রধান অস্ত্র হতে চলেছে অস্কার ব্রুজোঁর। এদিকে, মহমেডান স্পোর্টিংয়ের অন্যতম ডিফেন্ডার আদজা অনিশ্চিত। তিনি না থাকলে রক্ষণে ফাঁক তৈরি হবেই। আর তা বুঝেই শুরুতে ধাক্কা দিতে মরিয়া ব্রুজোঁ। সিচুয়েশন প্র্যাকটিসের পর মাধি তালাল অনুশীলন থেকে উঠে গেলেন। তবে ক্লাব ছাড়ার আগে ফরাসি মিডিও জানিয়ে গেলেন, তিনি ফিট। শনিবার খেলা নিয়ে কোনও সমস্যা হবে না। দিয়ামানতাকোস, তালাল, সাউল ক্রেসপো— এই ত্রিফলা কাজে লাগিয়ে সাদা-কালো ব্রিগেডকে গুঁড়িয়ে দিতে চান অস্কার। 
27d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা