দেশ

‘ঘরের মেয়ে’ই যেন প্রেসিডেন্ট হয়, পুজোয় বসল কমলার দাদুর গ্রাম

চেন্নাই: মাত্র চারবছর আগেই রাত জেগেছিল তুলাসেন্দ্রাপুরম। চেন্নাই থেকে ৩০০ কিমি দূরে তামিলনাড়ুর এই ছোট্ট গ্রামটির ‘ঘরের মেয়ে’ সেবার ছিলেন মার্কিন ডেমোক্র্যাটদের ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী। তিনি কমলা হ্যারিস। তাঁর জয় চেয়ে মন্দিরে পুজো, যজ্ঞ করেছিল গ্রামবাসী। শেষপর্যন্ত সব বাধা টপকে ভাইস প্রেসিডেন্ট হতে পেরেছিলেন কমলা। মঙ্গলবার ফিরে এল সেই স্মৃতি। আবার রাত জাগল গোটা গ্রাম। এবার লক্ষ্য আরও বড়— কমলা যে মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী! জিতলে প্রথম মহিলা হিসেবে আমেরিকার মসনদে বসবেন তিনি। তাই আমেরিকা থেকে প্রায় ১৪ হাজার কিলোমিটার দূরে তুলাসেন্দ্রাপুরমের শ্রী ধর্ম স্বাস্থ্য মন্দিরে শুরু হয়ে গিয়েছে পুজো।
কমলার মাতামহ তথা প্রাক্তন ভারতীয় কূটনীতিক পি ভি গোপালনের বাড়ি এই তুলাসেন্দ্রাপুরমে। কমলার মা শ্যামলা তাঁরই মেয়ে। পরে গোপালনরা চেন্নাইতে উঠে যান। তবে গ্রামের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়নি। শ্রী ধর্ম স্বাস্থ্য মন্দিরের সংস্কারে প্রায় এক লক্ষ টাকা দান করেছিলেন পি ভি গোপালন। এমনকী. ২০১৪ সালে মন্দিরের ‘কুম্ভাভিষেকম’ উপলক্ষ্যে ৫ হাজার টাকা অনুদান জমা পড়েছিল কমলার নামে। সেই দানের জন্য মন্দিরের অনুদান তালিকার প্রস্তর ফলকে জ্বলজ্বল করছে কমলা হ্যারিসের নাম।  
কমলার জয় চেয়ে নানা অনুষ্ঠানের জন্য কোমর বাঁধছে সেই তুলাসেন্দ্রাপুরম। স্থানীয় কাউন্সিলর আরুলমোঝি বলেন, ‘মার্কিন নির্বাচনে ঘরের মেয়ের জয় চেয়ে আমরা প্রার্থনা করছি। একটাই কামনা, তিনি যাতে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের প্রেসিডেন্ট হতে পারেন।’ আরুলমোঝির স্বামী টি সুধাকরই শ্রী ধর্ম স্বাস্থ্য মন্দিরে চন্দন এবং হলুদ দিয়ে বিশেষ পুজোর আয়োজন করেছেন। মন্দিরের বাইরে শোভা পাচ্ছে কমলার জয় চেয়ে বিরাট পোস্টার। এছাড়া মাদুরাইয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে অনুশাসনথিন অনুগ্রহম নামে একটি সংগঠন। 
37m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা