দেশ

শরিক দলের মন্ত্রীকে হুঁশিয়ারি পবনের, অন্ধ্রে শাসক জোটের সংঘাত প্রকাশ্যে?

অমরাবতী: রাজ্যে নারী ও শিশুদের উপর অপরাধের ঘটনা বেড়েই চলেছে। অথচ প্রশাসন নির্বিকার। অন্ধ্রপ্রদেশের টিডিপি-বিজেপি-জনসেনা পার্টির জোট সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগে সরব বিরোধীরা। এরইমধ্যে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিতা বাঙ্গালাপুডিকে ‘অকর্মণ্য’ বলে তোপ দাগলেন উপ মুখ্যমন্ত্রী পবন কল্যাণ। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দল টিডিপির মন্ত্রীকে সোমবার হুঁশিয়ারি দিয়ে পবন বলেন, অনিতা যদি কড়া হাতে হাল ধরতে না পারেন, তাহলে নিজেই স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব নেবেন তিনি। এমনকী রাজ্যে ‘যোগী মডেলে’র পক্ষেও সওয়াল করেছেন তিনি। শরিক দলের মন্ত্রী সম্পর্কে পবনের এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে। এই ঘটনায় শাসক জোটের অন্দরের টানপোড়েন প্রকাশ্যে চলে এল বলে মনে করা হচ্ছে। পবনের মন্তব্যের পরই স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফার দাবিতে সুর চড়িয়েছে বিরোধীরা। এরইমধ্যে উপ মুখ্যমন্ত্রীর বক্তব্যকে খাটো করার চেষ্টা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার তিনি জানিয়েছেন, পবনের ওই মন্তব্যকে তিনি সমালোচনা নয়, অনুপ্রেরণা হিসেবেই দেখছেন। 
সোমবার পিথাপুরমে রা‌জ্যে ক্রমবর্ধমান অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পবন। অনিতাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি স্বরাষ্ট্রমন্ত্রী। কড়া হাতে অপরাধ দমন করুন। নাহলে এবার আমাকেই আপনার দপ্তরের দায়িত্ব নিতে হবে।’ এক্ষেত্রে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের তুলনা টেনে তাঁর মন্তব্য, অপরাধ নির্মূল করতে এই রাজ্যেও ‘যোগী মডেল’ চালু করতে হবে। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন,  ‘পুরো বিষয়টিকে ইতিবাচকভাবে নিয়েছি। এই মন্তব্য আমার কাছে সমালোচনা নয় বরং অনুপ্রেরণা।’ উপ মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর বিরোধী দল ওইএসআর কংগ্রেস নেতা রোজা স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করেন। সেই দাবি নস্যাৎ করতে গিয়ে অনিতা বলেছেন,  ‘উপ মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রেক্ষাপটই বুঝতে পারেননি রোজা।’
3h 3m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা