দেশ

ঝাড়খণ্ডে ভোট: গেম চেঞ্চার হয়ে উঠবে ‘মাইয়া সম্মান যোজনা’,  প্রত্যয়ী কল্পনা সোরেন

রাঁচি: স্বামী যখন জেলে ছিলেন, তখন রাজ্য রাজনীতিতে উত্থান কল্পনা সোরেনের। তার আগে ঘরকন্নাই সামলাতেন তিনি। স্বামী হেমন্ত সোরেন জেলে যাওয়ার পর ন্যায় বিচারের দাবিতে রাজনীতির আঙিনায় পা রাখেন তিনি।  উপ নির্বাচনে জিতে বিধায়কও হন সোরেন পরিবারের এই পুত্রবধূ। এবার ঝাড়খণ্ডে বিধানসভা ভোটে জেএমএমের অন্যতম স্টার ক্যাম্পেনার তিনি। উচ্চশিক্ষিত ও  বুদ্ধিদীপ্ত কল্পনা দল তথা ইন্ডিয়া জোটের হয়ে প্রচারে ঝড় তুলেছেন। বিপক্ষের অন্যতম মাথাব্যথার কারণ হয়ে উঠেছেন তিনি। ভোটে দল তথা জোটের ভালো ফল নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী কল্পনা। কিছুদিন আগেই বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র আদলে ‘মাইয়া সম্মান যোজনা’ চালু করেছে হেমন্ত সোরেন সরকার। এক সাক্ষাৎকারে কল্পনার দাবি, এই প্রকল্প রাজ্যের পরিস্থিতিতে আমূল বদলে দিতে চলেছে। আর মহিলাদের হাতে মাসে নগদ অর্থ তুলে দেওয়ার এই উদ্যোগই রাজ্যের ‘মহাগঠবন্ধন’ সরকারের প্রত্যাবর্তনের পথ সুগম করে তুলবে।  তিনি বলেছেন, বয়স্কদের পেনশন, আবুয়া আবাস যোজনা, সাবিত্রী ফুলে যোজনা, বীরসা হরিত গ্রাম যোজনা ও ফরেন স্কলারশিপ প্রকল্প নিয়েও কাজ করছে সরকার। মানুষের ব্যাপক আস্থা রয়েছে হেমন্ত সোরেন সরকারের উপর। তাই মানুষের আশীর্বাদ পাওয়ার বিষয়ে তাঁরা আত্মবিশ্বাসী।  
হেমন্ত-পত্নী জানিয়েছেন, ওবিসিদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণ, সরনা ধর্ম বিধির রূপায়নের মতো বিষয়গুলি দল ভোটের প্রচারে তুলে ধরছে। সেইসঙ্গে ২০০ ইউনিট পর্যন্ত নিখরচায় বিদ্যুৎ, ২ লক্ষ টাকা পর্যন্ত কৃষিঋণ মকুব, মাইয়া সম্মান যোজনার মতো ইস্যুগুলির উপরও জোর দেওয়া হচ্ছে। মহিলা, দরিদ্র ও কৃষকদের কল্যাণের জন্য প্রকল্পগুলিই এনডিএ-র থেকে ইন্ডিয়াকে এগিয়ে রেখেছে। বিশেষ করে মাইয়া সম্মান যোজনা তো হেমন্ত সোরেন সরকারের উল্লেখযোগ্য কাজগুলির অন্যতম। আমাদের জনসংখ্যার অর্ধেকই মহিলা। তাঁদের জন্য এই প্রকল্প অসাধারণ একটা পদক্ষেপ। 
2h 2m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা