দেশ

ওস্তাদের মার শেষ রাতে, গনির ফর্মুলায় রাজনৈতিক সন্ন্যাস ঘোষণা পাওয়ারের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভোটপ্রচার তুঙ্গে। লোকসভা ভোটের ফলাফলের নিরিখে রাজনৈতিক মহলের অনুমান, মহারাষ্ট্রে বিধানসভা ভোটেও এনডিএ জোটকে ধাক্কা দিয়ে সরকার দখল করবে ইন্ডিয়া জোট। বাইরে প্রতিপক্ষ এবং ঘরে বিদ্রোহী। উভয় সঙ্কটে বিজেপি উদ্বিগ্ন। ঠিক এরকমই অবস্থায় মহারাষ্ট্র রাজনীতির চিরকালীন চাণক্য শারদ পাওয়ার আচমকা যেন একটি গুগলি উপহার দিলেন। সেটি কি ইন্ডিয়া জোটের পক্ষে যাবে? নাকি মুনাফা পাবে এনডিএ? সেই চর্চা শুরু হয়ে গেল মঙ্গলবার থেকে। শারদ পাওয়ার বারামতীতে বলেছেন, অনেক হয়েছে। আর নয়। আর কোনওদিন নির্বাচনে লড়াই করব না। এ পর্যন্ত ১৪টি নির্বাচনে প্রার্থী হয়েছি। বিধানসভা থেকে লোকসভা হয়ে রাজ্যসভা। সব সংসদীয় মঞ্চেই যাওয়া হয়ে গিয়েছে। এখন বয়স ৮৩। কোথাও তো থামতে হবে! এবার সেই সময় এসেছে। দেড় বছর পর রাজ্যসভার মেয়াদ শেষ হয়ে যাবে। তারপর আমি শুধুই সমাজ সেবার কাজে যুক্ত থাকব। নতুন প্রজন্মকে তো সুযোগ দিতে হবে। তাঁরা এসে গিয়েছে। তাঁদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। পাওয়ারের এই মন্তব্যে কোনও মহল বলছে, এটা ইন্ডিয়া জোটের পক্ষে ক্ষতিকর হল। এভাবে ভোটের মধ্যে বলা ঠিক হয়নি। সুবিধা হবে এনডিএ জোটের। 
কিন্তু অন্য রাজনৈতিক মহলের ধারণা, এসব বলে আদতে শারদ পাওয়ার একদিকে তাঁর নিজস্ব ভোটব্যাঙ্ককে বার্তা দিলেন যে, এই শেষবার যেন তাঁরা তাঁকে হতাশ না করেন। আবার অন্যদিকে নিজের দল ও মুলুকের পরবর্তী উত্তরাধিকারের পথও প্রশস্ত করার চেষ্টা করলেন। যে প্রিয় ভাইপো অজিত পাওয়ার তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দল ভেঙে দিয়েছে, এবার রাজনৈতিক ম্যারাথনের সমাপ্তি পর্বে এসে সেই অজিত পাওয়ারকে তিনি সবথেকে বড় ধাক্কা দিতে তৎপর। বারামতী বিধানসভা কেন্দ্রে এবার অঝিত পাওয়ারের বিরুদ্ধে নাতি  যুগেন্দ্র পাওয়ারকে প্রার্থী করেছেন শারদ পাওয়ার। কন্যা সুপ্রিয়া সুলেই নয়, আরও তরুণ যুগেন্দ্রকে দলের আগামী মুখ হিসেবে নিয়ে সেতে চাইছেন তিনি। তাই বারামতীবাসীকে তাঁর বার্তা, এই শেষবারের মতো এসেছি। এরপর অবসর। অবিকল বরকত গনি খানের ফর্মুলা। যিনি সারা বছর কোতোয়ালির বাসভবনে বসে থাকতেন। আর ভোটের সময় শুধু খোলা জিপে মালদহবাসীর কাছে আবেদন করতেন, এই শেষবার! আর ভোট চাইব না। অগণিত জনতা বলতেন, বুড়া বাবা নিজেই এসেছেন। ওঁকেই ভোট দেব। শারদ পাওয়ার জেনে অথবা না জেনে হয়তো গনি ফর্মুলাই নিয়েছেন। মারাঠা স্ট্রংম্যান অনেকবার অনেক চমক দিয়েছেন। এটাও যে নবতম চমক নয়, কে বলতে পারে!
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা