রাজ্য

মাদ্রাসা শিক্ষা আইন সাংবিধানিক: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির আমলে আনা মাদ্রাসা আইন সংবিধানের ধর্মনিরপেক্ষতা নীতির পরিপন্থী নয়। ফলে সেটি বৈধ।  মঙ্গলবার এমনই রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। ফলে রাজ্যের ১৩ হাজারের মতো মাদ্রাসা বন্ধ হচ্ছে না। মাদ্রাসা শিক্ষাকে মূল ব্যবস্থার আওতায় আনার যে উদ্যোগ যোগী সরকার নিয়েছিল, এই রায়ের ফলে তা থমকে গেল। রাজ্যের ন’আসনে উপ নির্বাচনের আগে এই রায় বিজেপির বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী, সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। মুলায়ম-পুত্র বলেছেন, উত্তরপ্রদেশ সরকারের একের পর এক অসাংবিধানিক কাজকর্মের বিরুদ্ধেই মত দিচ্ছে আদালত। প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর আশা, এর ফলে মাদ্রাসা শিক্ষা ঘিরে সমস্ত বিতর্কের অবসান হবে। এদিনের রায়ে অবশ্য  ২০০৪ সালের আইনের ‘ফাজিল’ ও ‘কামিল’ ডিগ্রি সংক্রান্ত ধারাকে অসাংবিধানিক আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট।
মুলায়ম সিং যাদবের আমলের মাদ্রাসা আইনকে গত মার্চে ‘অসাংবিধানিক’ এবং সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতি বিরোধী আখ্যা দিয়ে বাতিল করেছিল এলাহাবাদ হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা হয় সর্বোচ্চ আদালতে। এদিন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ তার রায়ে জানিয়েছে, ২০০৪ সালের উত্তরপ্রদেশ মাদ্রাসা আইন বাতিলের ক্ষেত্রে হাইকোর্টের যুক্তি সঠিক নয়। এই আইন ধর্ম নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেনি। বরং সংখ্যালঘু সম্প্রদায়কে প্রকৃত সমতা পৌঁছে দিতে সাহায্য করেছে। এই নীতিকে ‘ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে’ বিবেচনা করার উপরে জোর দিয়েছে সর্বোচ্চ আদালত। রায়ে জানানো হয়েছে, ভারত ‘বিভিন্ন সংস্কৃতি, সভ্যতা ও ধর্মের মিলনক্ষেত্রে’ এবং সেই ঐতিহ্য আমাদের রক্ষা করতে হবে। এই প্রসঙ্গে বিচারপতি পার্দিওয়ালা তাঁর পর্যবেক্ষণে বলেছেন, দেশের সংবিধানে ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ করা হয়নি। গত ২২ মার্চ মাদ্রাসা আইনকে খারিজ করে দিয়ে 
এলাহাবাদ হাইকোর্ট জানিয়েছিল, রাজ্যের মাদ্রাসাগুলি বন্ধ করে দিতে হবে। সেখানকার প্রত্যেক পড়ুয়াকে আনতে হবে প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায়। এই ব্যবস্থা করতে হবে যোগী সরকারকে। এই রায়ে অথৈ জলে পড়ে যান ১৯ লক্ষ মাদ্রাসা পড়ুয়া ও তাদের শিক্ষকরা। সেইসঙ্গে উদ্বেগ ছড়িয়েছিল বিভিন্ন মহলে। তবে কি ধীরে ধীরে দেশ থেকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা তুলে দেওয়া হবে? কারণ যোগীর আমলে মাদ্রাসা শিক্ষাকে মূল শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্ত করার উদ্যোগ শুরু হয়েছে উত্তরপ্রদেশে। কিন্তু সর্বোচ্চ আদালতের এদিনের রায়ে মাদ্রাসার অস্তিত্বের সঙ্কট কাটল।
44m 48s ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা