রাজ্য

পুবালি বাতাস বন্ধ হলেও এখনই তাপমাত্রা কমবে না, বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বুধবারের পর দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। কারণ, গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্প সমৃদ্ধ পুবালি হাওয়া ঢুকছিল, এবার তা বন্ধ হবে। উত্তর-পশ্চিমি হাওয়া ফের কিছুটা সক্রিয় হবে দক্ষিণবঙ্গে। তবে আকাশ পরিষ্কার থাকলেও আগামী ৪-৫ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছেন আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা এইচ আর বিশ্বাস। দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম ছাড়া সর্বত্র সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের বেশি আছে। কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা (২৪.১ ডিগ্রি) স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি ছিল। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে স্থায়ীভাবে চলে এলে হাল্কা শীত পড়েছে বলে ধরা হয়। সেরকম পরিস্থিতি তৈরি হতে এখনও বেশ দেরি আছে। এদিকে, পুবালি বাতাসের কারণে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কোনও কোনও জায়গায় মঙ্গলবার বজ্রমেঘ তৈরি হয়েছিল। বৃষ্টিও হয়েছে বিক্ষিপ্তভাবে। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, জলীয় বাষ্প সমৃদ্ধ পুবালি বাতাস ও পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাস মিশে যাওয়ার কারণে শিলা বৃষ্টি হয়েছে। আজ, বুধবার এই তিনটি জেলার কোথাও কোথাও বজ্রমেঘ তৈরি হতে পারে। দক্ষিণ বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি আগামী দিনে শক্তি বাড়ালেও তার প্রভাব পড়বে দক্ষিণ ভারতে, বিশেষ করে তামিলনাড়ু ও সংলগ্ন এলাকায়। 
3h 3m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা