রাজ্য

সংযোগ দেওয়া রাজ্যের সমস্ত বাড়ি ডিসেম্বরের মধ্যে পর্যাপ্ত জল পাবে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইতিমধ্যে রাজ্যের ৯৩ লক্ষ বাড়িতে পানীয় জলের সংযোগ নিশ্চিত করেছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর (পিএইচই)। তার মধ্যে প্রায় সাড়ে পাঁচ লক্ষ বাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পৌঁছচ্ছে না বলে উঠে এসেছে রাজ্যের রিপোর্টে। ফলে কল থাকলেও জল না-পাওয়ার অভিযোগ আসছে নবান্নে। এনিয়ে ইতিমধ্যে উষ্মা প্রকাশ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, কল থাকা সত্ত্বেও জল যাচ্ছে না কেন? 
আসল কারণ কী? জানতে সম্প্রতি রাজ্য প্রশাসন একটি সমীক্ষা করেছে। তাতেই দেখা যাচ্ছে, এই প্রকল্পে পাতা পাইপ থেকে জল টেনে নিয়ে চলছে পশুদের স্নান থেকে চাষসহ অনেক ‘অন্যায্য’ কাজ। ফলে বাড়ি বাড়ি পর্যাপ্ত পানীয় জল পৌঁছচ্ছে না। আবার তার বিরুদ্ধে কড়া পদক্ষেপও করতে পারছে না রাজ্য। কারণ, তড়িঘড়ি জল জীবন মিশন চালু করতে গিয়ে এই সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে রাজ্যগুলির কী করণীয়, তা সুনির্দিষ্টভাবে কেন্দ্র জানায়নি।  
সূত্রের খবর, এই পরিস্থিতিতে জল চুরি রুখতে রাজ্য নিজস্ব আইন আনার কথা ভাবছে। নতুন আইন আনার বিষয়টি বিধানসভায় আগেই জানিয়েছিলেন বিভাগীয় মন্ত্রী পুলক রায়। সমস্যাটি এখন আরও বেড়েছে। তাই নতুন আইন আনতেই তৎপর নবান্ন। সংশ্লিষ্ট আইনের খসড়াও তৈরি হয়ে গিয়েছে।   
কেন্দ্র ২০১৯ সালে জল জীবন মিশন নিলেও পশ্চিমবঙ্গে তা শুরু হয়েছে ২০২১ সালে। ইতিমধ্যে, টার্গেটের ৫৩.০৯ শতাংশ বাড়িতে জলের সংযোগ পৌঁছে দিয়েছে রাজ্য। বাকি কাজ ২০২৫-এর মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সূত্রের খবর, নতুন সংযোগ দেওয়ার পাশাপাশি, রাজ্য আরও একটি কাজ দ্রুততার সঙ্গে করতে চলেছে—‘ড্রাই কানেকশন’ শূন্যে নামিয়ে আনা। অর্থাৎ, যেসমস্ত জায়গায় কল থাকা সত্ত্বেও মানুষ জল পাচ্ছেন না, সেখানে পর্যাপ্ত পানীয় জলের সরবরাহ সুনিশ্চিত করা। ডিসেম্বরের মধ্যেই এই সাড়ে পাঁচ লক্ষ বাড়িতে পর্যাপ্ত পরিমাণে জল পাঠানোর চ্যালেঞ্জ নিয়েই সংশ্লিষ্ট দপ্তর মাঠে নেমেছে। সুরাহা নিশ্চিত করতে পুলকবাবু কার্যত প্রতিদিনই অগ্রগতির রিপোর্ট নিচ্ছেন। আজ বুধবার তিনি এডিবি’র আর্থিক সহায়তায় গৃহীত জল প্রকল্পগুলির পর্যালোচনা বৈঠক করবেন। কেন্দ্র তড়িঘড়ি জল জীবন মিশনের কাজ শেষ করার তাগাদা দেওয়ায় শুরুর দিকে একটি পাড়ার মুখে যে কল বা স্ট্যান্ড ছিল, সেখান থেকেই এলাকার বাড়ি বাড়ি সংযোগ দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই বেশকিছু বাড়িতে পর্যাপ্ত জল যায়নি। তাই ওই সমস্ত এলাকায় জলের পাইপ পরিবর্তন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
35m 46s ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা