দেশ

রাস্তায় গুলি করে খুন স্কুল প্রিন্সিপালকে, যোগীরাজ্যে ফের বেআব্রু আইন-শৃঙ্খলা

মোরাদাবাদ: রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। পিছন থেকে দ্রুত গতিতে ছুটে আসছে একটি বাইক। তাতে দু’জন রয়েছেন। ওই ব্যক্তির কাছাকাছি আসতেই বাইকে থাকা একজন বন্দুক বের করে গুলি চালালেন। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে। মাথায় গুলি লেগে মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়লেন পথচলতি ব্যক্তি। ঘটনার আকস্মিকতায় থতমত খেয়ে গিয়েছেন প্রত্যক্ষাদর্শীরাও। তাদের সামনে দিয়েই সাঁ করে চলে গেল দ্বিচক্রী যানটি। যোগীরাজ্যের মোরাদাবাদের এমনই হাড়হিম করা দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এই ঘটনার পর যোগীরাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।  
 জানা গিয়েছে, মৃতের নাম শাবাদ-উল-হাসান। স্থানীয় সাই বিদ্যামন্দির স্কুলে প্রিন্সিপাল পদে ছিলেন তিনি। মজহোলা থানার অন্তর্গত লকড়ি এলাকার ওই স্কুলটি বিজেপির মন্ত্রী শাম্মি ভাটনাগরের। ঘটনার দিন স্কুলেই যাচ্ছিলেন হাসান। সেখানে পৌঁছনোর মাত্র ৫০ মিটার আগে দুই দৃষ্কৃতী তাঁকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা ওই প্রিন্সিপালকে মৃত বলে ঘোষণা করেন। 
পুলিস সুপার সদর রণবিয়ি সিং জানিয়েছেন, খুনের কারণ স্পষ্ট নয়। কিন্তু, মাস চারেক আগে এই স্কুলে এক পড়ুয়া আত্মহত্যা করেছিল। সেই মৃত্যুতে হাসানের নাম জড়ায়। প্রিন্সিপালের বিরুদ্ধে এফআইআরও দায়ের করে মৃত পড়ুয়ার পরিবার। তাদের অভিযোগ, প্রিন্সিপাল ওই পড়ুয়াকে অত্যাচার করত। ওই ঘটনার সঙ্গে হাসানের উপর প্রাণঘাতী হামলার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিস। হামলকারীদের দ্রুত গ্রেপ্তার করতে পাঁচটি দল গঠন করেছেন মোরাদাবাদের এসপি সতপাল আনটিল। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দৃষ্কৃতীদের চিহ্নিত করার কাজ চলছে।
2h 2m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা