দেশ

বিচার ব্যবস্থার স্বাধীনতা মানে সরকারের বিরোধিতা নয়, মত প্রধান বিচারপতির

নয়াদিল্লি: বিচার ব্যবস্থার স্বাধীনতা মানেই সরকার পক্ষের বিরোধিতা করা  নয়। বিদায়বেলায় এমনটাই মত প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। আগামী ১০ নভেম্বর অবসর নিচ্ছেন তিনি। তার আগে সোমবার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধান বিচারপতি। সেখানে কোনও মামলার রায় ঘোষণার সময় বিচারপতিদের উপর ভরসা রাখার আর্জি জানিয়েছেন তিনি। এদিন আলোচনা প্রসঙ্গে ইলেক্টোরাল বন্ড মামলার কথা উল্লেখ করেন তিনি। বলেন, অত্যন্ত স্বাধীনভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই মামলার রায় ঘোষণা করা হয়েছিল। তবে তিনি স্পষ্ট করেন, ইলেক্টোরাল বন্ড মামলায় সরকারের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে বলে বিচারব্যবস্থা স্বাধীন। কিন্তু, রায় কেন্দ্রের পক্ষে গেলেই তা পরাধীন—এটা কখনই স্বাধীনতার ব্যখ্যা বা সংজ্ঞা হতে পারে না। এখানেই থামেননি তিনি। এই ইস্যুতে আলোচনা করতে গিয়ে অতীতের তুলনাও টেনেছেন। তিনি জানান, সমাজে এখন অনেকটাই পরিবর্তন এসেছে। এতে সোশ্যাল মিডিয়ায় একটা বড় ভূমিকা রয়েছে। সেখানে পক্ষ-বিপক্ষ গোষ্ঠী রয়েছে। তার মাধ্যমে অনেকেই পরোক্ষে আদালতের উপর চাপ সৃষ্টির চেষ্টা করে। কিছু ক্ষেত্রে রায়কে নিজেদের পক্ষে আনতে ইলেট্রনিক মিডিয়ার মাধ্যমে চাপ তৈরির কৌশলও নেওয়া হচ্ছে। প্রধান বিচারপতির সংযোজন, রায় নিজেদের পক্ষে না এলে, এই গোষ্ঠীগুলিই বিচারব্যবস্থাকে পরাধীন বলে শোরগোল ফেলে দেয়। এই আবহে মামলার রায়ের জন্য বিচারপতিদের উপরই ভরসা রাখতে সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তিনি স্পষ্ট করে দিয়েছেন, সরকারের পক্ষে বা বিপক্ষে বলে নয়, বিচারের মানদণ্ডের ভিত্তিতেই রায় ঘোষণা করেন বিচারপতিরা।     
47m 33s ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা