কলকাতা

বেআইনিভাবে সরকারি গাছ কাটার অভিযোগ

সংবাদদাতা, বনগাঁ: বেআইনিভাবে সরকারি গাছ কাটা হয়েছে। একদল গ্রামবাসীর বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন অন্য কিছু গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে গাইঘাটা ব্লকের শশাডাঙা এলাকায়। প্রশাসনের কাছে অভিযোগ দায়ের হওয়ায় পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, শশাডাঙা এলাকায় পাঁচপোতা-বনগাঁ সড়কের পাশে দু’টি মৃত গাছ ছিল। সোমবার স্থানীয় বাসিন্দা ও ক্লাবের সদস্যরা মিলে সেই গাছ দু’টি কেটে ফেলেন। বাসিন্দাদের দাবি, গাছের শুকনো ডাল ভেঙে ছোটখাট দুর্ঘটনা ঘটছিল। বড় দুর্ঘটনা এড়াতে তাই সকলে মিলে গাছ দু’টি কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে গাছ কাটার জন্য প্রশাসনের কোনও অনুমতি তাঁরা নেননি।
স্থানীয় বাসিন্দা মৃত্যুঞ্জয় সরকার বলেন, দীর্ঘদিন ধরে বিপজ্জনকভাবে রয়েছে গাছগুলি। পঞ্চায়েতকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। তাই গ্রামবাসীদের তরফ থেকে গাছগুলি কেটে ফেলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে একজন ভ্যানচালকের উপর গাছের একটি ডাল ভেঙে পড়ে। তিনি জখম হন। এরপরই গ্রামবাসীরা দু’টি গাছ কাটার সিদ্ধান্ত নেন। এদিকে, গাছ কাটার পরেই গাইঘাটার বিডিওর কাছে অভিযোগ করেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। পুলিস আসে। গাইঘাটার বিডিও নীলাদ্রি সরকার বলেন, আমি একটা অভিযোগ পেয়েছি। সঙ্গে সঙ্গে পুলিসকে বিষয়টি দেখতে বলেছি। পুলিস গাছের গুড়িগুলি বাজেয়াপ্ত করেছে। বনদপ্তরকে বিষয়টি জানানোও হয়েছে।-নিজস্ব চিত্র
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা