কলকাতা

পুলিসের ভুয়ো পরিচয়ে মোবাইল ফোন কেনার চেষ্টা, গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুলিস পরিচয় দিয়ে মোবাইল ফোন কেনার জন্য ব্যাঙ্ক থেকে ঋণ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল ভুয়ো অফিসার। ক্ষীতিশচন্দ্র দাস নামের ওই জাল পুলিস কর্মীকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে বউবাজার থানা। তার কাছ থেকে উদ্ধার হয়েছে নকল পরিচয়পত্র।  খোঁজ চলছে তার বান্ধবীর।
পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ক্ষীতিশ মঙ্গলবার চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে একটি মোবাইলে দোকানে যায়। তার সঙ্গে ছিল এক বান্ধবী। কুড়ি হাজার টাকা দামের একটি মোবাইল পছন্দ হয় তাদের। দোকানের মালিককে সে জানায়, ব্যাঙ্ক ঋণে মোবাইলটি কিনবে। মাসিক কিস্তিতে শোধ করবে টাকা। সেইমতো ব্যাঙ্কের এক কর্মী তার কাছ থেকে নথি চান। সেই সময় ক্ষীতিশ নিজেকে পুলিস হিসেবে পরিচয় দেয় এবং পুলিসের আইডি কার্ড সহ অন্যান্য কাগজ জমা দেয়। কাগজ দেখে সন্দেহ হওয়ায় তার কাছে জানতে চাওয়া হয়, তিনি কোন পদে রয়েছেন? তখন ওই ব্যক্তি নানা রকম উত্তর দেওয়ায় ব্যাঙ্কের কর্মীদের সন্দেহ দৃঢ় হয়। সঙ্গে সঙ্গেই তাঁরা বউবাজার থানায় খবর দেন। এ নিয়ে যখন কথাবার্তা চলছে, সেই ফাঁকে চম্পট দেয় যুবকের বান্ধবী। পুলিস এসে নথি পরীক্ষা করে জানায়, সব কাগজই জাল। অভিযুক্ত জেরায় বলে, সে ভুয়ো পরিচয় দিয়ে ফোন কিনতে এসেছিল। নথিও জাল করেছে সে। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়। তার বান্ধবীর খোঁজ চলছে।
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা