কলকাতা

হুগলি ‘সিনার্জি’ থেকে ২,২৬০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: হুগলি ‘সিনার্জি’ থেকে মিলল ২,২৬০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব। যা একদিকে হুগলিতে শিল্পের সোনালি ভবিষ্যতের পরিসর তৈরি করবে, অন্যদিকে খুলে দেবে কর্মসংস্থানের দুয়ার। শুক্রবার শিল্পোদ্যোগীদের একদিনের সম্মেলন তথা ‘সিনার্জি’ শেষ করে এমনটাই দাবি করেছে হুগলি জেলা প্রশাসন। এদিন চুঁচুড়ার রবীন্দ্রভবনে বসেছিল ‘সিনার্জি’র আসর। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের এমএসএমই দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিং। ‘সিনার্জি’র উদ্বোধন করেন আরেক মন্ত্রী বেচারাম মান্না। শিল্প গড়তে ও শিল্পে বিনিয়োগের জন্য আগ্রহীরা ভিড় জমিয়েছিলেন রবীন্দ্রভবনে। যা দেখে উৎসাহিত হয়ে মন্ত্রী চন্দ্রনাথ সিং বলেন, বাংলা শিল্পক্ষেত্রে দ্রুত উন্নতি করছে। আমরা ইতিমধ্যেই ক্ষুদ্রশিল্পে দেশের মধ্যে অগ্রগণ্য রাজ্য হয়ে উঠেছি।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, একদিনের এই সম্মেলনে প্রায় ৫০০ উদ্যোগপতি উপস্থিত হয়েছিলেন। তাঁরা সব মিলিয়ে প্রায় ২,২৬০ কোটি টাকা বিনিয়োগের কথা জানিয়েছেন। পাশাপাশি, সামান্য কিছু আইনি খুঁটিনাটি মিটে গেলে বিনিয়োগের পরিমাণ সাড়ে চার হাজার কোটি ছাড়াতে পারে বলে মনে করছে প্রশাসন। তাতে জেলাজুড়ে প্রায় পঞ্চাশ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। যা জেলার সার্বিক অর্থনীতির নিরিখে একটি বেনজির পদক্ষেপ। জেলা প্রশাসন এদিন দাবি করেছে, ইতিমধ্যেই জেলায় প্রায় ৮০ হাজার ক্ষুদ্রশিল্প প্রকল্প গড়ে উঠেছে। তাতে প্রায় সাড়ে চার লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ পেয়েছেন। এদিন শিল্প সম্মেলন থেকে ক্ষুদ্র শিল্পপতিদের সমস্যার সমাধানের জন্য একগুচ্ছ হেল্প ডেস্ক তৈরি করা হয়েছিল। জেলাশাসক মুক্তা আর্য জানিয়েছেন, তাতে প্রায় ৩০০টি প্রকল্পের জট কেটেছে।
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     January,   2025
দিন পঞ্জিকা