কলকাতা

ওয়ার্ডে ঘর ভাড়া নিতে হলে জমা রাখতে হবে  ভোটার কার্ড, কাউন্সিলারের ফতোয়ায় বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ‘পুলিস ও প্রশাসনের নির্দেশ অনুসারে আপনার ফ্ল্যাট বা বাড়ি কাউকে ভাড়া দিতে হলে উক্ত ব্যক্তিদের ভোটার কার্ড ও ভাড়ার এগ্রিমেন্ট কপি, ফোন নম্বর কাউন্সিলার অফিসে জমা দেওয়া বাধ্যতামূলক।’ এই মর্মে ব্যানার পড়েছে দক্ষিণ দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে। স্থানীয় কাউন্সিলার সুরজিৎ রায়চৌধুরী ওরফে ট্যাবলার উদ্যোগে যে এটি লাগানো হয়েছে, তা ব্যানার থেকেই স্পষ্ট। কাউন্সিলারের এমন ‘ফতোয়া’ নজরে আসার পরই শুরু হয়েছে তুমুল বিতর্ক। চলছে রাজনৈতিক তরজাও। এলাকার সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, এসব নথি প্রয়োজনে পুলিস চাইতে পারে। একজন জনপ্রতিনিধি কি তা পারেন? এক্ষেত্রে ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে গেলে তার দায় কে নেবে? যদিও কাউন্সিলারের দাবি, এলাকা থেকে একের পর এক দুষ্কৃতী ধরা পড়ছে। তারা নাম-পরিচয় ভাঁড়িয়ে এলাকায় ফ্ল্যাট বা ঘর ভাড়া নিয়ে থাকছে। তাই এলাকাবাসীর স্বার্থেই এই পদক্ষেপ। 
উত্তর শহরতলির বিভিন্ন পুরসভা এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে বহুতল। সেই সব আবাসনে ফ্ল্যাট কিনে ভাড়ায় দিয়ে দিচ্ছেন অনেকে। তাছাড়া, সাধারণ গৃহস্থ বাড়িরও একটি বা দু’টি তল ভাড়া দেওয়া হচ্ছে। এই সুযোগই কাজে লাগাচ্ছে দুষ্কৃতীদের একাংশ। আসল নাম-পরিচয় গোপন রেখে তারা ঘর বা ফ্ল্যাট ভাড়া নিয়ে থেকে যাচ্ছে। তাই পুলিসের তরফে বাসিন্দাদের বারবার আবেদন করা হয়েছে, ভাড়াটিয়া সম্পর্কে যাবতীয় তথ্য যেন তারা থানাকে জানিয়ে রাখে। কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি বলেই খবর। এই আবহে সম্প্রতি দক্ষিণ দমদমের ১০ নম্বর ওয়ার্ডে ভাড়াটিয়া সংক্রান্ত ব্যানারটি সামনে আসে। 
বিজেপির দমদম বিধানসভা এলাকার কো-কনভেনার গৌতম সাহা মণ্ডল বলেন, ‘এগ্রিমেন্ট হয় বাড়ি মালিক ও ভাড়াটিয়ার মধ্যে। সেই তথ্য কেন কাউন্সিলার চাইবেন? অন্যের ভোটার কার্ড রাখার অধিকার কাউন্সিলারকে কে দিয়েছে? নিরাপত্তার স্বার্থে পুলিস তা চাইতে পারে। নজরদারির নামে আসলে এলাকায় দাদাগিরি, চাঁদাবাজির জন্যই এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই জোরজুলুম বন্ধ হওয়া প্রয়োজন।’  কাউন্সিলার সুরজিৎবাবু বলেন, ‘প্রয়াত মন্ত্রী সুভাষ চক্রবর্তীর পৈত্রিক বাড়িতে এভাবে তামিলনাড়ুর চার দুষ্কৃতী ঘাপটি মেরেছিল। পুলিস তাদের গ্রেপ্তার করেছে। এছাড়া ঝাড়খণ্ড সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের দুষ্কৃতীদের পুলিস এলাকা থেকে গ্রেপ্তার করছে। জঙ্গি নিয়ে এখন সর্বত্র হইচই চলছে। এই পরিস্থিতিতে কিছু ঘটলে কাউন্সিলারের দায় নিয়ে প্রশ্ন উঠবেই। তাই পুলিসের সঙ্গে কথা বলে ওয়ার্ডে ব্যানার লাগানোর পাশাপাশি পথসভা করেও মানুষকে সচেতন করছি। তথ্য আমার কাছে এলে তা আমি ফাইল করে পুলিসের কাছে পাঠাব। যাদের কাজ নেই, তারাই বিতর্ক করছে।’
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা