কলকাতা

বাবলার খুনিদের ধরতে ৪ লক্ষ  টাকা পুরস্কার ঘোষণা পুলিসের

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা, মালদহ: মূল চক্রী বলে মনে করা হচ্ছে, অথচ তাদেরই হদিশ নেই! আর তাই মালদহের তৃণমূল নেতা বাবলা সরকারকে গুলি করে খুনের ঘটনায় দুই যুবকের খোঁজ পেতে এবার মাথাপিছু দু’লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করল পুলিস। ওই দুই অভিযুক্তের নাম বাবলু যাদব (৩১) ও কৃষ্ণ রজক (৩০) ওরফে রোহন। এদের মধ্যে বাবলু নিজে নিহত তৃণমূল নেতার প্রতিবেশী। বাড়ি ইংলিশবাজার শহরের মহানন্দা কলোনিতে। বাবলুর স্ত্রী সুচিত্রা যাদবের দাবি, ঘটনার দিন থেকেই তাঁর স্বামীর খোঁজ পাওয়া যাচ্ছে না। কৃষ্ণ থাকে শহরের ঝলঝলিয়া এলাকার রেলওয়ে বারাক কলোনিতে। যেখান থেকে বাবলার বাড়ি এবং অফিস দুটোই খুব কাছে। এ নিয়ে ইংলিশবাজার শ্যুটআউট কাণ্ডে মোট সাতজনের নাম উঠে এল। তাদের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। অন্যতম অভিযুক্তদের পাকড়াও করতে পুলিস যে ব্যর্থ, এদিন পুরস্কার ঘোষণা থেকে তা অনেকটাই স্পষ্ট। 
দিনের আলোয় ভয়াবহ শ্যুটআউট গোটা রাজ্যকেই নাড়িয়ে দিয়েছে। তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তারপর থেকেই বাবলা সরকার খুনের শিকড় পর্যন্ত পৌঁছতে দিনরাত এক করে ফেলেছে পুলিস। প্রকাশ্যে এসেছে ব্যবসায়িক কারণ। আর তাতেই স্বামীর নাম জড়িয়েছে শুনে আকাশ থেকে পড়েছেন অভিযুক্ত বাবলুর স্ত্রী। তাঁর কথায়, ‘আমি স্তম্ভিত। বাবলা সরকার ভীষণ ভালো মানুষ ছিলেন। আমার মেয়েকে স্কুলে ভর্তির সময় অনেক সাহায্য করেছিলেন। তাঁকে খুনে যদি আমার স্বামী জড়িত থাকে, আমিই ওকে ধরিয়ে দেব। সত্যিই যদি ও দোষ করে থাকে, শাস্তি পেতে হবে।’
বাবলুর সঙ্গে তাঁর সম্পর্ক খুব একটা ভালো ছিল না বলেও এদিন দাবি করেছেন সুচিত্রা। তিনি জানান, এক বাড়িতে থাকলেও আড়াই বছর ধরে সম্পর্কে টানাপোড়েন চলছে। বিবাহবিচ্ছেদের মামলা শুরু হয়েছে। বাবলু কোনও কাজ করত না। ঘুম থেকে দেরিতে উঠত। তারপরই বেরিয়ে যেত। পরে বাড়িতে এসে খেয়েদেয়ে আবার কোথাও চলে যেত। ফিরত অনেক রাতে। ১ জানুয়ারি তাকে শেষবার দেখা গিয়েছে। ঘটনার পরদিনই বাড়িতে এসে বাবলুর খোঁজ করেছিল পুলিস। তবে বাবলার সঙ্গে বাবলুর কোনও বিবাদ ছিল কি না, সেবিষয়ে কিছু জানা নেই বলে দাবি করেছেন সুচিত্রা। পুলিস সূত্রে জানা গিয়েছে, ইংলিশবাজারের মহানন্দা পল্লিতে অনেক বছর ধরে থাকলেও বাবলুর আসল বাড়ি বিহারে। আর এক অভিযুক্ত কৃষ্ণ রজক তাঁদের বাড়িতে বেশ কয়েকবার গিয়েছিল বলে জানিয়েছেন বাবলুর স্ত্রী। 
এরই মধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে বাবলার স্ত্রী চৈতালি সরকার বলেছেন, ‘লোকজনের মুখ থেকে অনেক কথা শুনছি। কিন্তু আসল দোষীদের যেন লুকিয়ে না রাখা হয়। সেটা নিশ্চিত করতে হবে পুলিসকে।’ তদন্তের গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে রবিবার চৈতালি বলেন, ‘কেন এত ধীরগতিতে তদন্ত চলছে জানি না। কাজ মিটে গেলেই দিদির সঙ্গে দেখা করব।’ 
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা