কলকাতা

সঠিকভাবে মিলছে না রেশন, অশোকনগরে গ্রাহক বিক্ষোভ  
 

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রেশনের সামগ্রী মিলছে না ঠিকমতো। স্লিপ থাকলেও নির্ধারিত দিনে এসে ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের। অভিযোগ, দীর্ঘদিন ধরে চলছে এই ঘটনা। রবিবার তা বড় আকার নিল। ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অশোকনগর বনবনিয়া সংলগ্ন বাইপাস রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা।
জানা গিয়েছে, অশোকনগরের বাঁশপুল পঞ্চায়েতের বনবনিয়া গ্রামের রেশন ডিলার রামেশ্বর বণিক। কয়েকমাস ধরে তিনি অসুস্থ। ছেলেরা না চালানোয় কর্মচারীরা দোকান চালাচ্ছেন। গ্রাহকদের অভিযোগ, সরকারের পক্ষ থেকে কোন কোন সামগ্রী কত পরিমাণে পাওয়া যাবে, সেই মেসেজ উপভোক্তাদের মোবাইলে চলে আসছে। কিন্তু রেশন দোকানে গেলে সঠিক প্রাপ্য একবারে পাওয়া যাচ্ছে না। চাল দিলেও, মিলছে না আটা। আটা পেলে চাল নেই। সঠিক রেশন সামগ্রী আনতে একাধিকবার দোকানে যেতে হচ্ছে। তাই, রবিবার দোকান মালিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান উপভোক্তারা। প্রায় একঘণ্টা ধরে অবরোধ চলার পর সঠিক সামগ্রী দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষোভকারী অঙ্কিতা দেবনাথ, আরতি ও শম্ভুনাথ দে বলেন, প্রায় চারমাস ধরে আমরা সরকার নির্ধারিত রেশন সামগ্রী পাচ্ছি না। ধাপে ধাপে দেওয়া হচ্ছে। ডিউ স্লিপ দিলেও নির্ধারিত দিনে এসে ঘুরে যেতে হয়। রেশন দোকানের মালিক রামেশ্বর বণিক বলেন, আমি অসুস্থ। কর্মচারীরা দোকান সামলায়। তবে, বকেয়া যা আছে নিয়ম মেনে দেওয়া হবে। উত্তর ২৪ পরগনা রেশন ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, উনি অসুস্থ। কর্মচারীরা দোকান সামলায়। তাই ত্রুটি থাকতে পারে। খাদ্যদপ্তর যে নিয়ম চালু করেছে, তাতে রেশন সামগ্রী পাওয়া থেকে কোনওভাবেই উপভোক্তারা বঞ্চিত হবেন না।
- নিজস্ব চিত্র
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা