কলকাতা

ঘন কুয়াশার জের, চাকদহে ট্রেনের ধাক্কায় মৃত শ্রমিক, ব্যাহত বিমান পরিষেবা

নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: সকালে চাকদহে রেললাইন পার হচ্ছিলেন। ঘন কুয়াশায় দেখতে পাননি শিয়ালদহগামী ট্রেনটি দ্রুতগতিতে এগিয়ে আসছে। আচমকা ধাক্কা। ঘটনাস্থলেই মৃত্যু দেবেন্দ্র মাঝি (৪৮) নামে ওই ব্যক্তির। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে জিআরপি। তিনি বিহারের বাসিন্দা ছিলেন। কর্মসূত্রে থাকতেন এখানে। চাকদহ স্টেশনে শ্রমিকের কাজ করতেন।
এদিকে, সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে ঝাপসা হয়েছিল কলকাতাসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা। যার জেরে পরিবহণ পরিষেবা ব্যাপকভাবে বিঘ্নিত হয়। বাস, ট্রেনের পাশাপাশি ফেরি চলাচলের উপরও কুয়াশার প্রভাব পড়ে। জানা গিয়েছে, ভোরের দিকে শিয়ালদহ দক্ষিণ শাখার বহু ট্রেন বিলম্বে চলাচল করে। কলকাতা বিমানবন্দরে বিমান অবতরণ কিংবা যাত্রা শুরুর ক্ষেত্রেও দেরি হয়। তবে বড় কোনও বিপত্তি ঘটেনি। দৃশ্যমানতা কমে যাওয়ায় কাকদ্বীপ লট এইট থেকে সাগর যাওয়ার ভেসেল চলাচল বন্ধ রাখতে হয়। সবমিলিয়ে সমস্যায় পড়তে হয় যাত্রীদের। একাধিক জাতীয় সড়ক ও অন্যান্য রাস্তায় ট্রাফিকের গতি এদিন ছিল কম। পুলিস লাগাতার চালকদের সতর্ক করার কাজ চালিয়ে গিয়েছে। দৃশ্যমানতা কম থাকার ফলে বেলঘ‌঩রিয়া এক্সপ্রেসওয়ে সহ বিভিন্ন রাস্তায় গাড়ির গতি একেবারে কম রাখতে চালকদের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনেই ধীর গতিতে গাড়ি চলাচল করেছে। অন্যদিকে, গঙ্গাসাগর মেলার ঠিক আগে ভিন রাজ্য থেকে আসা তীর্থযাত্রীদের দীর্ঘক্ষণ ফেরিঘাটে অপেক্ষা করতে হয় এই কুয়াশার কারণেই। লট এইট এবং কচুবেড়িয়া থেকে ভেসেল চলাচল শুরু হয় অনেক দেরিতে। ডায়মন্ডহারবারে ১১৭ নম্বর জাতীয় সড়কে এদিন সকাল থেকে হাতে গোনা কয়েকটি বাস চলাচল করেছে। অন্যান্য গাড়ির গতিও ছিল অনেকটাই কম। কুয়াশার জেরে কলকাতা বিমানবন্দরেও পরিষেবা বিঘ্নিত হয়। ‘ক্যাট থ্রি’ পরিষেবা (দৃশ্যমান্যতা কমে গেলে বিশেষ প্রযুক্তির সাহায্যে পাইলটদের বিমান ওঠা নামায় সাহায্য করা) লাগু থাকায় বাংলাদেশগামী চারটি বিমান জরুরি অবতরণ করে কলকাতা বিমানবন্দরে। কলকাতা বিমানবন্দর এয়ার ট্রফিক কন্ট্রোলের সঙ্গে কথা বলে ওই চারটি বিমানকে জরুরি ভিত্তিতে কলকাতায় নামানো হয়। সেগুলি কুয়েত, শারজা, আবু ধাবি থেকে বাংলাদেশে যাচ্ছিল। কুয়াশার কারণে বিমান পরিষেবায় যাতে কোনওরকম ব্যাঘাত না ঘটে তার জন্য দিনভর চেষ্টা চালিয়ে গিয়েছে কলকাতা বিমানবন্দর।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা