কলকাতা

আন্দোলনের জেরে সিঙ্গুর থেকেই ছাড়ল ‘সিঙ্গুর আন্দোলন লোকাল’

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ‘সিঙ্গুর আন্দোলন লোকাল’ তুলে দেওয়ার অভিযোগে রেল অবরোধ করে বিক্ষোভ দেখালেন সিঙ্গুরের বাসিন্দারা। বুধবার ভোর থেকে সিঙ্গুর স্টেশন অবরোধ শুরু হয়। নেতৃত্বে ছিলেন সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। সিঙ্গুরবাসীর অভিযোগ, ‘সিঙ্গুর আন্দোলন লোকাল’কে তারকেশ্বর ও হরিপাল পর্যন্ত সম্প্রসারণের নাম করে সিঙ্গুর আন্দোলনের স্মৃতিকে ফিকে করে দেওয়ার চেষ্টা চলছে। এই লোকাল ট্রেনকে অবলুপ্ত করাই রেলের উদ্দেশ্য। এদিন আন্দোলনকারীরা ‘সিঙ্গুর আন্দোলন লোকাল’কে তারকেশ্বর ও হরিপাল পর্যন্ত যেতে দেননি। আন্দোলনকারীদের বাধা অতিক্রম করে লোকাল ট্রেনটিকে তারকেশ্বরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা অবশ্য রেল কর্তৃপক্ষ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত বাধার মুখে তা সিঙ্গুর থেকে হাওড়া স্টেশন অভিমুখে রওনা হয়। এরপরে বেচারামবাবুরা অবরোধ তুলে নেন। পরে মন্ত্রী বলেন, আন্দোলনই সিঙ্গুরের ঐতিহ্য। এদিনও আন্দোলনের মাধ্যমেই রেল দপ্তরের চক্রান্ত ব্যর্থ করে দেওয়া হয়েছে। আমরা রেল সম্প্রসারণের বিপক্ষে নই। কিন্তু ‘সিঙ্গুর আন্দোলন লোকালের’ সঙ্গে স্থানীয় মানুষের আবেগ জড়িয়ে আছে। তা নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। সিঙ্গুরের মানুষ ওই চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করবে। রেল কর্তৃপক্ষ এনিয়ে মন্তব্য করতে চায়নি। প্রসঙ্গত, সম্প্রতি রেল কর্তৃপক্ষ ‘সিঙ্গুর আন্দোলন লোকাল’কে সম্প্রসারণ করা হবে বলে নোটিস দেয়। তারপরেই এই ট্রেনের নাম মুছে দেওয়া হয়। তা নজরে আসতেই মঙ্গলবার প্রতিবাদে মুখর হয়েছিল সিঙ্গুর। 
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা