কলকাতা

অশোকনগরের সঙ্গে সুগম হবে গ্রামের যোগাযোগ, দু’কোটি টাকায় হচ্ছে কংক্রিটের সেতু

নিজস্ব প্রতিনিধি, বারাসত: অশোকনগরের ভুরকুণ্ডা পঞ্চায়েত এলাকায় একেবারেই বেহাল হয়ে পড়েছিল একটি কাঠের সেতু। তাই সেচদপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় ১ কোটি ৮৫ লক্ষ টাকায় তৈরি হচ্ছে কংক্রিটের ব্রিজ। এর ফলে অশোকনগর শহরের সঙ্গে গ্রামের দ্রুত যোগাযোগ সম্ভব হবে। বর্তমানে এই ব্রিজের শেষ মুহূর্তের কাজ চলছে।
অশোকনগর বিধানসভার ভুরকুণ্ডা পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে বিদ্যাধরী নদীর শাখা নোনাগাঙ। এর উপরে বহু বছর আগে তৈরি হয়েছিল একটা কাঠের সেতু। সেতুটির একদিকে রয়েছে হিজলিয়া, রাজবেড়িয়া, কোয়ালিপোতা। অন্যদিকে অশোকনগর পুরসভা এলাকা। কাঠের সেতুটি প্রায় ১২০ ফুট লম্বা। নিত্যদিন সেতু ব্যবহার করতেন হাজার হাজার মানুষ। তবে পুরনো সেতুটি ছিল ভগ্নপ্রায়। রক্ষণাবেক্ষণের অভাবে কাঠের পাটাতন খসে গিয়ে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছিল। তার উপর দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করতেন সকলে। তাই, এই কাঠের সেতুর সংস্কারের দাবি তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি মেনে একবার এখানে লোহার সেতু তৈরির পরিকল্পনাও নিয়েছিল প্রশাসন। তার শিলান্যাসও হয়েছিল। তবে এলাকাবাসীর দাবি ছিল কংক্রিটের সেতু। ফলে শিলান্যাস হলেও কাজ শুরু হয়নি। অবশেষে স্থানীয়দের দাবি মেনেই কংক্রিট সেতু তৈরির উদ্যোগ নিয়েছে সেচদপ্তর। সেতুটি তৈরি হলে হাবড়া ব্লকের সঙ্গে অশোকনগর শহরের যোগাযোগ দ্রুত হবে। ঝুঁকি নিয়ে মানুষকে আর ভাঙা কাঠের সেতু দিয়ে যাতায়াত করতে হবে না। স্থানীয় বাসিন্দা সমীর দে বলেন, এই ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তৈরি হলে দ্রুত গ্রামের মানুষ অশোকনগরে যাতায়াত করতে পারবে। আর তেমন ঝক্কি পোহাতে হবে না। 
পঞ্চায়েত প্রধান রাজশ্রী সাহা বলেন, আশা করছি এই কাজ দু’মাসের মধ্যে শেষ হয়ে যাবে। কাজটির জন্য বিধায়ক নারায়ণ গোস্বামী বিশেষ উদ্যোগী হয়েছিলেন। বিধায়ক বলেন, মানুষের দাবিকে মাথায় রেখে বিদ্যাধরীর শাখা নোনাগাঙের উপর কংক্রিটের ব্রিজ তৈরি হচ্ছে। দ্রুত এটি চালু হবে।  নিজস্ব চিত্র
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা