কলকাতা

গতিতে রাশ টানতে ক্যামেরা বসাচ্ছে বারাসত ট্রাফিক পুলিস

নিজস্ব প্রতিনিধি, বারাসত: গাড়ির গতিতে লাগাম টানতে উদ্যোগী হল বারাসত ট্রাফিক পুলিস। যশোর রোড এবং ১২ নম্বর জাতীয় সড়কে বসানো হচ্ছে অত্যাধুনিক ‘ভিয়ন ক্যামেরা’। এই ক্যামেরায় সহজেই ধরা পড়বে গাড়ির নম্বর প্লেট। গাড়ি বেপরোয়া গতিতে গেলে তা নজরে আসবে কন্ট্রোল রুমের। ফলে সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে ট্রাফিক পুলিস। এই সংক্রান্ত তথ্য মুহূর্তে ই-চালানের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে গাড়ির মালিকের কাছে। ইতিমধ্যেই মধ্যমগ্রাম চৌমাথা সংলগ্ন যশোর রোডে সিগন্যাল পোস্টে একটি ‘ভিয়ন ক্যামেরা’ বসানো হয়েছে। ট্রাফিক পুলিসের দাবি, ইংরেজি বছরের শুরু থেকেই এই ক্যামেরা কাজ শুরু করবে। পাশাপাশি বারাসত ও মধ্যমগ্রাম শহরে বেশ কয়েকটি নতুন ট্রাফিক বুথ করা হয়েছে।
জেলার বুক চিরে গিয়েছে যশোর রোড ও ১২ নম্বর জাতীয় সড়ক। বিমানবন্দর থেকে মধ্যমগ্রাম চৌমাথা পর্যন্ত যশোর রোড সম্প্রসারিত হয়েছে। বারাসতের হেলাবটতলা মোড় থেকে সম্প্রসারিত হয়েছে ১২ নম্বর জাতীয় সড়ক। কলকাতা থেকে বনগাঁ এবং কলকাতা থেকে উত্তরবঙ্গে যাওয়ার লাইফলাইন হল যশোর রোড এবং ১২ নম্বর জাতীয় সড়ক। রাস্তা সম্প্রসারিত হওয়ার ফলে আগের তুলনায় গাড়ির সংখ্যা যেমন বেড়েছে, তেমনই পাল্লা দিয়ে বেড়েছে গতি। অনেক ক্ষেত্রেই বেপরোয়া গতিতে গাড়ি চলাচল করে এই রাস্তায়। শুধু বাস-ট্রাক নয়, ছোট গাড়ি, বাইকও বেপরোয়া গতিতে চলে। দিনের তুলনায় রাতের দিকে গাড়ির গতি আরও বেড়ে যায়। এই দুই গুরুত্বপূর্ণ সড়কে বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। মৃত্যু পর্যন্ত হচ্ছে নিরীহ পথচারীর। এই গতিতে রাশ টানতেই অত্যাধুনিক ‘ভিয়ন ক্যামেরা’ বসানোর সিদ্ধান্ত নিয়েছে বারাসত পুলিস। এই ধরনের তিনটি অত্যাধুনিক ক্যামেরা বসানো হবে। ইতিমধ্যেই মধ্যমগ্রাম চৌমাথা সংলগ্ন সিগন্যাল পোস্টে একটি ভিয়ন ক্যামেরা ইন্সটল করা হয়েছে। বাকি দু’টি বসবে চাঁপাডালি ও কলোনি মোড়ে। এ নিয়ে বারাসত ট্রাফিক পুলিসের এক কর্তা বলেন, দুই রাস্তায় বেপরোয়া গতিতে চলা গাড়ির নম্বর প্লেট ধরা পড়বে ওই ক্যামেরায়। ক্যামেরাগুলি স্বয়ংক্রিয়ভাবে কাজ করবে। কলকাতার পর এই ধরনের অত্যাধুনিক ক্যামেরা বসানো হচ্ছে শহরতলি বারাসতে। আপাতত পরীক্ষামূলকভাবে একটি চালু হয়েছে। আরও দু’টি দ্রুত চালু হবে।
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা