কলকাতা

বকখালিতে পার্কিং ফি নিয়ে বিবাদ

সংবাদদাতা, কাকদ্বীপ: বকখালিতে পিকনিক করতে আসা গাড়ির পার্কিং ফি নিয়ে শুরু হয়েছে গণ্ডগোল। বুধবার সকাল থেকে স্থানীয় পার্কিং অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির কর্মী-আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছলে বিবাদ শুরু হয়। মূলত বিজেপি পরিচালিত ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সঙ্গে তৃণমূল পরিচালিত নামখানা পঞ্চায়েত সমিতির টানাপোড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার বিশাল পুলিস বাহিনী। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বকখালির পার্কিং জোন ও পিকনিক গ্রাউন্ড ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীনে ছিল। এই এলাকায় গাড়ি পার্কিংয়ের জন্য গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে নির্দিষ্ট ফি নেওয়া হতো। কিন্তু আজ, ১ জানুয়ারি থেকে এই পার্কিং জোন ও পিকনিক গ্রাউন্ড পঞ্চায়েত সমিতির অধীনে চলে যায়। তারপর থেকেই দুপক্ষের মধ্যে শুরু হয়েছে গণ্ডগোল। 
ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান কাশীনাথ জানা বলেন, ‘২০০০ সাল থেকে বকখালির পার্কিং জোন ও পিকনিক গ্রাউন্ড ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে চলছে। কিন্তু নামখানা পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতকে নোটিস না করে, আইন না মেনে বেআইনিভাবে এই পার্কিং জোন দখল নিয়েছে। আমাদের পঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় থাকার কারণে পরিকল্পিতভাবে এমন করা হচ্ছে। প্রয়োজনে আইনের পথ নেওয়া হবে।’ নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, ‘পার্কিং জোন ও পিকনিক গ্রাউন্ড গঙ্গাসাগর ও বকখালি উন্নয়ন পরিষদের অধীনে রয়েছে। পরবর্তী সময়ে আইন মেনে তা পঞ্চায়েত সমিতিকে হস্তান্তর করা হয়। শর্ত দেওয়া হয়েছিল, ওই এলাকা লিজে দেওয়ার জন্য। সেই শর্ত অনুযায়ী সরকারি পদ্ধতি মেনে একটি 
সংস্থাকে লিজ দেওয়া হয়েছে। ১ জানুয়ারি থেকে তা কার্যকর হওয়ার কথা। কিন্তু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্যা তৈরি করা হচ্ছে। পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে অভিযোগ থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।’
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা