কলকাতা

বর্ষবরণের রাতে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ করে খুন যুবক, ধৃত অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: উদ্দাম আওয়াজে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ করায় এক যুবককে ছুরি মেরে খুন করল দুষ্কৃতীরা। বর্ষবরণের রাতে ওই ঘটনা ঘটেছে হুগলির চাঁপদানির ফেসুয়াবাগানে। ঘটনার জেরে বর্ষবরণের আনন্দের পরিবেশ বিষাদময় হয়ে ওঠে। স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভ তৈরি হয়। পুলিস বুধবার ভোররাতে এক অভিযুক্তকে গ্রেপ্তার করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ওমপ্রকাশ রাজভড় (২৫)। স্থানীয় বাসিন্দা ওই যুবক ডালহৌসি জুটমিলের কর্মী ছিলেন। পুলিস জানিয়েছে, রোহিত বনবাসী নামে এক যুবককে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। মঙ্গলবার গভীর রাত থেকেই পুলিস তদন্ত শুরু করেছিল। বুধবার সকালেও পুলিসের একটি দল অকুস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে।
চন্দননগরের পুলিস কমিশনার অমিত পি জাভালগি বলেন, স্থানীয় বিবাদের জেরে রাতে বচসা হয়েছিল। সেই সময় এক যুবককে ছুরি দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। ইতিমধ্যেই মূল অভিযুক্তকে আমরা গ্রেপ্তার করেছি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। তরতাজা ছেলের নৃশংস মৃত্যুর জেরে শোকে পাথর হয়ে গিয়েছেন ওমপ্রকাশের বাবা রামচন্দ্র রাজভড়। তিনি পেশায় নর্থব্রুক জুটমিলের শ্রমিক। মৃতের দাদা আনমল রাজভড় বলেন, রাতে বক্স বাজানোর জেরে এলাকায় টেকা যাচ্ছিল না। ভাই শুয়ে পড়েছিল। কিন্তু শব্দের তাণ্ডব চলতে থাকায় সে প্রতিবাদ করতে যায়। তারপরেই একদল মদ্যপ দুষ্কৃতী ভাইকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করে। ওই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।
বর্ষবরণের রাতে চাঁপদানির ফেসুয়াবাগানে একটি ক্লাব ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল। রাতে সেই প্রতিযোগিতা শেষ হয়ে যাওয়ার পরেও তারস্বরে সাউন্ড বক্স বাজছিল। জানা গিয়েছে,  সাউন্ড বক্স তখন এলাকার কিছু মদ্যপ যুবকদের দখলে চলে গিয়েছিল। তাঁরাই তারস্বরে মাইক বাজিয়ে বর্ষবরণের আনন্দে মেতেছিল। মাইকের তীব্র শব্দে বিরক্ত হয়ে ওমপ্রকাশ একাধিকবার তা কমিয়ে দেওয়ার আবেদন করেন। কিন্তু তাতে কেউ কান দেয়নি। রাত প্রায় ১২টা নাগাদ ওমপ্রকাশ বাড়ি থেকে বেরিয়ে মাঠে গিয়ে সাউন্ড বক্স বন্ধ করে দেন। এরপরই স্থানীয় মদ্যপ কিছু যুবকের সঙ্গে তাঁর বিবাদ শুরু হয়ে যায়। অভিযোগ, সেই সময় রোহিত বনবাসী সহ কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় ওমপ্রকাশের উপরে চড়াও হয়। সকলে মিলে তাঁকে মারতে শুরু করে। তারই মধ্যে কেউ তাঁর উপরে ছুরি দিয়ে হামলা চালায়। রক্তাক্ত ওমপ্রকাশ সংজ্ঞাহীন  হয়ে পড়লে ওই হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা ওই যুবককে মৃত ঘোষণা করেন। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোক ও ক্ষোভে পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিস ধরপাকড় শুরু করে।
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা