কলকাতা

আরাবুলের উপর হামলার নালিশ,  তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড়

সংবাদদাতা, বারুইপুর: নিজের গড়েই  হামলা শিকার হলেন আরাবুল ইসলাম। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের দিন দলীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে শাসকদলের দুই গোষ্ঠীর গণ্ডগোলের জেরে উত্তেজনা ছড়ায় ভাঙড়ে। আরাবুলের গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল বিরোধী গোষ্ঠীর বিরুদ্ধে। কোনওমতে ছেলেকে নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হন আরাবুল। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াতেই পুলিস লাঠি উঁচিয়ে দু’পক্ষকে ছত্রভঙ্গ করে। হামলার পিছনে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে দায়ি করেছেন আরাবুল। 
পুলিস ও স্থানীয় সূত্রে খবর, বুধবার তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সকাল থেকেই ভাঙড় ১ ও ২ নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলে দলীয় পতাকা উত্তোলন করেন ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। অন্যদিকে, ভাঙড় ২ নম্বর ব্লকের নতুনহাট, ভগবানপুর, তালপুকুর, দক্ষিণ বামনঘাটা, ওয়াড়ি এলাকায় পতাকা উত্তোলন করেন ভাঙড় ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। সমস্যা তৈরি হয় ওয়াড়ি গ্রামে। সেখান থেকে ফেরার সময় আচমকা আরাবুলের একটি গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় বলে অভিযোগ। এরপরই ভাঙচুর করা হয় ওই গাড়ি। যদিও তাতে ছিলেন না তৃণমূল নেতা। আরেকটি গাড়িতে ছোড়া হয় কংক্রিটের চাঙড়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। পুলিস থাকলেও তাদের সামনেই চলে হামলা, এমনই অভিযোগ উঠেছে। আরাবুলের অনুগামীরা ভাঙচুরে বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ।
উভয়পক্ষই মারমুখী হয়ে একে অপরের দিকে তেড়ে যায়। এরপর পুলিস পাহারায় আরাবুলকে এলাকা থেকে বের করে দেওয়া হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, গাড়ি ভাঙচুর করে আমাকে দমিয়ে রাখা যাবে না। দলের পতাকা তুলতে গিয়ে যদি মৃত্যুবরণ করতে হয়, তাতে রাজি আমি। যারা গাড়িতে ভাঙচুর করেছে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, অভিযোগ উড়িয়ে দিয়ে শওকত বলেন, আরাবুল আমাদের দলের কোনও পদে নেই। ওই এলাকায় দলীয় পতাকা উত্তোলন হয়ে যাওয়ার পরে আরাবুল আবার গিয়ে ওই পতাকা নামিয়ে নিজে পতাকা তুললে আমাদের কর্মীরা প্রতিবাদ জানান। এতদিন আরাবুল ভাঙড়ে না থাকায় কোনও ঘটনা ঘটেনি। এখন তিনি ফিরে এসে নতুন করে অশান্তি করছেন। 
তৃণমূল সূত্রে খবর, দলে এখন একঘরে আরাবুল। তাঁকে আরও চাপে রাখতেই এই হামলা কি না, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।  
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৫৩ টাকা১০৮.২৪ টাকা
ইউরো৮৬.৫১ টাকা৮৯.৮৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা