কলকাতা

লরির ধাক্কা, সাইকেল আরোহী মহিলার মৃত্যু

সংবাদদাতা, বনগাঁ: মঙ্গলবার সাতসকালে বনগাঁয় পথ দুর্ঘটনায় মৃত্যু হল সাইকেল আরোহী এক মহিলার। মৃতার নাম লক্ষ্মী বিশ্বাস (৪১)। এদিন সকাল পৌনে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে যশোর রোডে, বনগাঁ ১ নম্বর রেলগেট সংলগ্ন সুভাষপল্লি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মেয়েকে স্কুলে দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন লক্ষ্মীদেবী। হঠাৎই একটি উল্টো দিক থেকে আসা একটি লরি রাস্তার বাঁদিক থেকে পুরো ডানদিকে চলে এসে মহিলাকে ধাক্কা দেয়। এরপরই রাস্তার পাশে লরিটি উল্টে যায়। ঘটনায় গুরুতর জখম হন লক্ষ্মী বিশ্বাস। খবর পেয়ে বনগাঁ থানার পুলিস এসে মহিলাকে উদ্ধার করে বনগাঁ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। ঘাতক লরিচালককে আটক করেছে পুলিস। এদিকে, এলাকাবাসীদের দাবি, লরিচালক হয় ঘুমিয়ে পড়েছিলেন, অথবা মদ্যপ অবস্থায় ছিলেন। না হলে এভাবে পুরো উল্টোদিকে এসে সাইকেলে ধাক্কা দিতেন না। বনগাঁ সুভাষপল্লির বাসিন্দা লক্ষ্মী বিশ্বাসের স্বামী ভিন রাজ্যে কাজ করেন। দুই সন্তানকে নিয়ে থাকতেন তিনি। বড় মেয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ছোট সন্তানের বয়স মাত্র নয় মাস। মঙ্গলবার সকালে বড় মেয়েকে নিয়ে বনগাঁ বাটার মোড়ে স্কুলে দিতে যান তিনি। সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা বলেন, ব্যস্ত সময় শহরের রাস্তায় বেপরোয়াভাবে ট্রাক চলাচল করে। শহরে লরি, ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করা হোক। বনগাঁর এসডিপিও অর্ক পাঁজা বলেন, পুলিসের পক্ষ থেকে ব্যস্ত সময় ট্রাক চলাচল নিয়ন্ত্রণ করা হয়। আমরা এই ঘটনায় লরির চালককে আটক করেছি। পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, প্রশাসনকে আগেই জানিয়েছিলাম, ব্যস্ত সময় শহরে ট্রাক চলাচল বন্ধ করার জন্য। প্রয়োজনে পুরসভার পার্কিংয়ে অস্থায়ীভাবে ট্রাক পার্কিং করা হোক।-নিজস্ব চিত্র
3h 3m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা