কলকাতা

খোদ পুলিসের বাইক চুরি করে চম্পট, চাঞ্চল্য

সংবাদদাতা, উলুবেড়িয়া: বাইক চুরির তদন্ত করার দায়িত্ব যাঁদের সেই পুলিস কর্মীর বাইকই চুরি করে পালাল দুষ্কৃতীরা। প্রকাশ্য দিবালোকে সিসি ক্যামেরার সামনে থাকা বাইক নিয়ে চম্পট দিয়েছে তারা। সোমবার সকালে উলুবেড়িয়া শহরের ওটি রোডের ভক্তর মোড়ের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও ওই দুষ্কৃতীর নাগাল পায়নি পুলিস। জানা গিয়েছে, সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ ভক্তার মোড়ে রাস্তার ধারে বাইক রেখে ট্রাফিকের ডিউটি করছিলেন উলুবেড়িয়া ট্রাফিক পুলিসের এএসআই সহদেব পাল। কিছুক্ষণ পর ওই পুলিসকর্মী লক্ষ্য করেন তাঁর বাইক উধাও। এরপর তিনি চারদিকে খোঁজাখুঁজি করে বাইক না পেয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখেন। তাতে দেখা যায়, এক 
দুষ্কৃতী বাইক নিয়ে উলুবেড়িয়া রেলসেতু হয়ে ১৬ নম্বর জাতীয় সড়কের দিকে চলে যাচ্ছে। 
এদিকে, পুলিসকর্মীর বাইক চুরির বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দিন কয়েক আগে চুরি গিয়েছে দীপেন্দু মণ্ডল নামের এক ব্যক্তির। তিনি বলেন, আমি উলুবেড়িয়া স্টেডিয়ামের কাছে রাস্তার ধারে বাইক রেখে কয়েক মিনিটের জন্য এক জায়গায় গিয়েছিলাম। এসে দেখি আমার বাইক উধাও। এ নিয়ে উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এখন শুনছি, খোদ পুলিসকর্মীর বাইক চুরি হয়ে গিয়েছে। যেখানে পুলিসকর্মীর বাইক সুরক্ষিত নয়, সেখানে সাধারণ মানুষের বাইক চুরি হবে, এটাই তো স্বাভাবিক। আশপাশের দোকানিদের বক্তব্য, আগেও এই এলাকা থেকে একাধিক বাইক চুরি হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই পুলিস বাইক চোরদের ধরতে পারছে না।
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা