কলকাতা

ছেলের স্মৃতিরক্ষায় বাবার অর্থদান, শ্রেণিকক্ষের সংস্কার করে উদ্বোধন

সংবাদদাতা, বারুইপুর: মাত্র ৩৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ছেলের। তাঁর স্মৃতি ধরে রাখতে বাবা ছেলের স্কুলের উন্নতিতে তিন লক্ষ টাকা দান করেন। সেই টাকায় স্কুলের শ্রেণিকক্ষ সংস্কার করা হল। চেয়ার, টেবিল, পাখা বসানোর পর মঙ্গলবার হল তার উদ্বোধন। প্রাক্তন ছাত্রের নামাঙ্কিত কক্ষের সূচনা করেন স্কুলেরই শিক্ষকরা।
চম্পাহাটি নীলমণিকর উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক পরন্তপ চট্টোপাধ্যায় বলেন, আমরা একজন ভালো ছাত্রকে অকালে হারিয়েছি। কিন্তু তাঁর স্মৃতি আমাদের স্কুলে আজীবন থেকে যাবে। শুধু কক্ষের সংস্কার নয়, বাকি অর্থে প্রতি বছর পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেধাবী ছাত্রদের স্কলারশিপও দেওয়া হবে। 
বারুইপুরের চম্পাহাটি নীলমণিকর স্কুলের ছাত্র ছিলেন সন্দীপকুমার মণ্ডল। ওই এলাকাতেই ছিল তাঁর বাড়ি। তাঁর বাবা শচীনকুমার মণ্ডলও ছিলেন স্কুলের পরিচালন সমিতির প্রাক্তন সম্পাদক। শচীনবাবু বলেন, গত বছরে মাত্র ৩৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ছেলের। নীলমণিকর স্কুলের ছাত্র ছিল আমার ছেলে। ছেলের স্মৃতিতে স্কুলের কক্ষ সংস্কার সহ অন্য কাজের জন্য তিন লক্ষ টাকা দান করি। অবশেষে ছেলের নামাঙ্কিত সেই কক্ষের উদ্বোধন হল। আর স্কুলের পরিচালন সমিতির সভাপতি কালীপদ সর্দার বলেন, আজ সন্দীপের স্মৃতির উদ্দেশ্যে দুটি কক্ষের সংস্কার করা হয়েছে। -নিজস্ব চিত্র
3h 3m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা