কলকাতা

বনগাঁয় পড়শির বাড়িতে হামলা, অভিযুক্ত কাউন্সিলার ও তাঁর স্বামী

সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ও তাঁর স্বামীর বিরুদ্ধে প্রতিবেশীর বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ উঠল। দাদাগিরি ও হামলার সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কাউন্সিলারের স্বামী ইট তুলে মারতে যাচ্ছেন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন কাউন্সিলারের স্বামী। তাঁর দাবি, এলাকার একটি সমস্যা মেটাতে যাওয়ায় তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে বনগাঁর জয়পুর এলাকায়।
বনগাঁ পুরসভার ২ নম্বর ওয়ার্ডের জয়পুরে সোমবার কালী প্রতিমার বিসর্জন চলছিল। সেই সময় স্থানীয় বাসিন্দা শুভঙ্কর ঘোষের সঙ্গে ঝামেলা হয় কয়েকজন যুবকের। অভিযোগ,  মঙ্গলবার সকালে ওই ঝামেলাকে কেন্দ্র করে শুভঙ্করের উপর দলবল নিয়ে চড়াও হন কাউন্সিলার শিখা ঘোষ ও তাঁর স্বামী উত্তম ঘোষ। শুভঙ্করবাবু ভয়ে প্রতিবেশীর বাড়িতে লুকিয়ে পড়েন। সেখানে গিয়েও তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ওই সময় ইট তুলে তাঁকে মারতে যান উত্তম ঘোষ। এই ঘটনায় কাউন্সিলারের স্বামী সহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন শুভঙ্কর ঘোষ।
অন্যদিকে শুভঙ্কর ঘোষ সহ কয়েকজনের বিরুদ্ধে এক নাবালিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে বনগাঁ থানায় নালিশ করেছেন কাউন্সিলারের লোকজন। লিখিতভাবে অভিযোগও জমা দিয়েছেন তাঁরা। শুভঙ্করবাবুর দাবি, কালী প্রতিমা বিসর্জনের সময় পুরনো শত্রুতাবশত আমার উপর আক্রমণ চালানো হয়। সেখান থেকে কোনওমতে পালিয়ে এলেও এদিন সকালে আমার বাড়িতে দলবল নিয়ে এসে হামলা চালান কাউন্সিলার ও তাঁর স্বামী। এমনকী, তাঁদের বাড়ি ভাঙচুর করা হয়। অগ্নিসংযোগেরও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ।
এ বিষয়ে বনগাঁর ২ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি তথা কাউন্সিলারের স্বামী উত্তম ঘোষ বলেন, বাইরের ছেলেরা পাড়ায় এসে ঝামেলা করেছে। সেই ঝামেলা মেটাতেই আমি গিয়েছিলাম। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। এ বিষয়ে পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, এলাকায় একটি মেয়েকে হেনস্তা করা হয়। তা নিয়েই ঝামেলা হয়। সেই ঝামেলা মেটাতে গিয়েছিলেন কাউন্সিলার ও তাঁর স্বামী।
39m 47s ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৮ টাকা৮৫.০২ টাকা
পাউন্ড১০৭.১৭ টাকা১১০.৯৫ টাকা
ইউরো৮৯.৮৫ টাকা৯৩.২৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা