কলকাতা

ঘাসফুলের প্রার্থীকে সমর্থন জানিয়ে নৈহাটিতে ডাক্তারদের ভিডিও বার্তা

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: শুধু ময়দানের তিন ক্লাব নয়, নৈহাটির প্রতিষ্ঠিত ডাক্তাররাও তৃণমূল প্রার্থী সনৎ দে’র সমর্থনে ভোটের আবেদন জানালেন প্রকাশ্যে। ডাঃ দেবদাস চক্রবর্তী, ডাঃ দেবাশিস নন্দী, ডাঃ অভীক দাস, ডাঃ এইচ এস পাঠক এবং ডাঃ এ এন বিশ্বাসের আবেদনের ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে তাঁরা নিজেদের পরিচয় দিয়ে বলছেন, তৃণমূল প্রার্থী সনৎ দে দীর্ঘদিন ধরেই মানুষের সেবায় নিয়োজিত। করোনাকালে নিজের জীবন বাজি রেখে তিনি যেভাবে কাজ করেছেন, তা প্রশংসনীয়। নৈহাটি স্টেডিয়ামে আড়াইশো বেডের সেফ হোম তৈরি করে মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। তাঁকেই নৈহাটির উপ নির্বাচনে সমর্থন করা উচিত। প্রসঙ্গত, ডাঃ দেবদাস চক্রবর্তী বাম আমলে নৈহাটি পুরসভার সিআইসি মেম্বার ছিলেন।
ডাক্তারদের এই আবেদন নৈহাটির রাজনীতিতে অন্য সমীকরণ তৈরি করেছে। যেখানে আর জি কর কাণ্ড নিয়ে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছেন, সেই সময় তৃণমূল প্রার্থীর হয়ে ডাক্তারদের এই আবেদন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সনৎবাবুর নিজের ওষুধের দোকান রয়েছে। বাম আমলে তাঁর দোকান সিপিএম কর্মীরা ভেঙে দিয়েছিল বলে তাঁর অভিযোগ। পরে স্টেশনের পশ্চিম পাড়ে তিনি নতুন করে ওষুধের দোকান খোলেন। ওই দোকানের সঙ্গেই রয়েছে ডাক্তারদের চেম্বার। তাছাড়া নৈহাটি পুরসভার স্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান পরিষদের দায়িত্ব সামলেছেন সনৎবাবু। ফলে ডাক্তারদের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের।
তৃণমূল প্রার্থী বলেন, ডাক্তারদের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। তাঁরা আমায় ভালোবাসেন। তাই আমার হয়ে তাঁরা ভিডিও বার্তা দিয়েছেন। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। আমার বিশ্বাস, এই উপ নির্বাচনে ডাক্তারদের আবেদন নিশ্চিতভাবেই প্রভাব ফেলবে জনমানসে। আর জি করের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন চলছে, তার কোনও প্রতিফলন এই ভোটে পড়বে না।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রচেষ্টায় সফল হবেন। আয় খারাপ হবে না। বিদ্যা ও দাম্পত্য ক্ষেত্র শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     December,   2024
দিন পঞ্জিকা